CMF Watch Pro 2 by Nothing

স্মার্ট ওয়াচ

ভাগ্নে আর ভাগ্নে বউ এখন প্রবাসী। কয়েকদিন আগে দেশে আসলো দু’জনে। পরদিন আমাকে উপহার দিলো CMF Watch Pro 2 by Nothing, চমৎকার একটি স্মার্টওয়াচ। দুই দিন হয় ব্যবহার করছি। গতবার ইচ্ছে ছিলো জিপিএস সহ একটা স্মার্টফোন কেনার। এই উপহার পেয়ে সেই আশা পুরণ হয়েছে। এখনও কিছু কিছু বিষয় বুঝতে বাকি আছে। হয়তো আরো কয়েকদিন লাগবে সবকিছু বুঝে উঠতে। 

স্মার্ট ওয়াচ

স্মার্ট ব্যান্ড বা ওয়াচ আমার দরকার দুটো কারণে। প্রথমত সময় দেখার জন্য। দ্বিতীয়ত প্রতিদিন কতটুকু হাটলাম সেটার হিসাব রাখার জন্য। বাকি সব কিছুর জন্য আলাদা আলাদা যন্ত্র আছে। যেমন ব্লাড প্রেশার মাপার জন্য ডিজিটাল বিপি মেশিন আছে। সেটা থেকেই হার্ট রেট জানতে। ওজন মাপার ডিজিটাল স্কেল আছে। SpO2 এর জন্য অক্সি মিটার আছে।