কে-৬০৩

আগে একবার রেটেকেস ভি-১১৫ রেডিও কিনেছিলাম। সেটা পরে এক চাচাত ভাই’কে উপহার দিয়ে দেই। কিছুদিন পর মনে হলো বেতারের বিভিন্ন অনুষ্ঠান রেকর্ড করার জন্য ছোট একটা রেডিও থাকা দরকার। কিন্তু দারাজে ততোদিনে রেটেকেস ভি-১১৫ রেডিও দাম বেশ বেড়ে গেছে। আমি কিনেছিলাম ১৪শ টাকা এরাউন্ড, দাম বাড়ার পর হয়েছে ১৭/১৮শ টাকা এরাউন্ড। এই দামে কিনবো কি কিনবো না করতে করতে হঠাৎ চোখে পড়লো হানরংদা কে-৬০৩ রেডিওটি। ইউটিউবের বদৌলতে জেনেছিলাম ভি-১১৫ বিভিন্ন প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিভিন্ন মডেল নাম্বার দিয়ে তৈরী করে থাকে। মান প্রায় একই। কে-৬০৩ আর ভি-১১৫ একই রেডিও। দামও ১৫শ এরাউন্ড। অর্ডার করে ফেললাম দারাজে। সব মিলিয়ে দাম পড়লো ১৫৭৮ টাকা। এখন অবশ্য দাম ১৬৩২ টাকা + শিপিং।