শখের তোলা আশি টাকা (৫)

অবশেষে অনেক প্রিয় একটি শখের জিনিস ফেলেই দিলাম। নষ্ট হয়ে গিয়েছিলো, সাথে অনেক ময়লাও হয়েছিলো। অনেকদিন ষ্টোরে থাকায় মরিচা পরে যাতা অবস্থা। ভিতরের অবস্থা আরো খারাপ। পোকা বাসা বেঁধেছিলো। ভিতরে মেটাল / টিন টাইপ যা ছিলো সব জায়গাতেই মরিচা। মিডিয়াম ওয়েভ এর জন্য যে য়েরাইট রড এন্টেনা ছিলো ভিতরে, সেটার উপর পেঁচানো তার ও জায়গায় জায়গায় ছেঁড়া। স্পিকারে যে কাগজ থাকে সেটাও দেখলাম এক কোনায় ছেঁড়া। 

এফএম সম্প্রচার

রেডিও শোনার শুরুটা হয়েছিলো ৭০ এর দশকে। আব্বা সিঙ্গাপুর থেকে একটি টুইন ওয়ান নিয়ে এসেছিলেন ১৯৭৭ সালে। একসময় টু ইন ওয়ান এর ক্যাসেট পার্টটা নষ্ট হয়ে গেলে সেটি চলে আসে আমার হাতে। আমি শুনতাম রেডিও। শুরুতে অবশ্য কেবল লোকাল ষ্টেশন, মানে মিডিয়াম ওয়েভেই সীমাবদ্ধ ছিলো। শুনতাম মূলত বাংলাদেশ বেতার ( সে সময় অবশ্য নাম ছিলো রেডিও বাংলাদেশ) এর ওয়ার্ল্ড মিউজিক, যে অনুষ্ঠানে মূলত পাশ্চাত্য সংগীত মানে ইংরেজী গান বাজানো হতো। স্কুলের কারণে অবশ্য কেবল শনি-রবিবার শোনার সূযোগ পেতাম। রবিবার ছিলো ইউর চয়েস, শ্রোতাদের পাঠানো অনুরোধের গান বাজানোর অনুষ্ঠান। সেসময় ইউর চয়েস পরিচালনা করতেন সাদিয়া আর আনোয়ারুল। এখনও চোখ বন্ধ করলে মনে তাদের দূ’জনের অসাধারণ কন্ঠস্বর শুনতে পাই।