১৮৫৬ খ্রিস্টাব্দের ১ নভেম্বর “দ্য ঢাকা নিউজ” পত্রিকায় প্রথম এদেশে জাদুঘর প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। ১৯১৩ খ্রিস্টাব্দের ২০ মার্চ তৎকালীন সচিবালয়ে (বর্তমান ঢাকা মেডিক্যাল)-এ দুই হাজার রুপি তহবিল নিয়ে জাদুঘরের কার্যক্রম শুরু। বাংলার তৎকালীন গভর্নর লর্ড কারমাইকেল তৎকালীন সচিবালয়ের একটি কক্ষে এই ঢাকা জাদুঘর উদ্বোধন করেন। ১৯১৩ খ্রিস্টাব্দের ৭ আগস্ট ঢাকা জাদুঘরের যাত্রা শুরু হয়। ১৯১৪ খ্রিস্টাব্দের ২৫ আগস্ট সর্বসাধারণের জন্য জাদুঘর উন্মুক্ত করে দেয়া হয়। ঢাকা জাদুঘরের প্রথম অস্থায়ী তথা সূচনাকালীন কিউরেটর বা তত্ত্বাবধায়ক ছিলেন এন গুপ্ত। প্রথম কিউরেটর নলিনীকান্ত ভট্টশালী ১৯১৪ থেকে ১৯৪৭ খ্রিস্টাব্দ পর্যন্ত দায়িত্ব পালন করেন। ব্রিটিশ সরকার এদেশে জাদুঘর প্রতিষ্ঠা করে বঙ্গভঙ্গ রদের ক্ষতিপূরণ হিসেবে। শাহবাগ এলাকায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের জন্য একটি অত্যাধুনিক বৃহদায়তন ভবনের উদ্বোধন করা হয় ১৯৮৩ খ্রিস্টাব্দের ১৭ নভেম্বর। আট একর জমির ওপর নির্মিত চারতলা ভবনটির তিনটি তলা জুড়ে রয়েছে ৪৪টি গ্যালারি। বাংলাদেশ জাতীয় জাদুঘর স্থাপনার নকশা করেছেন দেশের প্রখ্যাত স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। (উইকিপিডিয়া)
অবস্থান : শাহবাগ, ঢাকা
সময়সূচী :
গ্রীষ্মকালীন (এপ্রিল-সেপ্টেম্বর) সকাল ১০:৩০ – বিকাল ৫:৩০ (শনিবার – বুধবার) বিকাল ৩:০০ – রাত ৮:০০ (শুক্রবার)
শীতকালীন (অক্টোবর-মার্চ) সকাল ৯:৩০ – বিকাল ৪:৩০ (শনিবার – বুধবার) বিকাল ৩:০০ – রাত ৮:০০ (শুক্রবার)
রমজান মাস : সকাল ৯:৩০ – বিকাল ৪:৩০ (শনিবার – বুধবার)
বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটি
প্রবেশ মূল্য : ২০.০০ টাকা
ওয়েব সাইট : বাংলাদেশ জাতীয় জাদুঘর
ফেসবুক মন্তব্য