বিশ্বাস করলে বেশীর ভাগ সময়ই ঠকতে হয়। সাম্প্রতিক কালে যমুনা ফিউচার পার্কের এক দোকান থেকে ডিজেআই একশন ফোর নিয়েছিলাম। ব্যবহার ভালই ছিলো। এরপর ডিজেআই মাইক টু আর একটা মেমরি কার্ড কেনার প্রয়োজন হলো তখন তাদের দোকানেই সরাসরি চলে গেলাম। তারা মাইক টু এর দাম নিলো ১২৫০০ টাকা। আমি খুশী মনেই বাসায় ফিরে আসলাম। রাতে ফেসবুকে তাদের পাশের দোকানের পোষ্ট চোখে পড়লো। এই দোকানটিও তাদের সিষ্টার কনসার্ন বলেই জানি। সেখানে মাইক টু এর দাম ১২ হাজার টাকা। মানে আমার কাছ থেকে ৫০০ টাকা বেশী নেয়া হয়েছে। এখানে আমি নিজের দোষটাই দেখছি, কেন বিশ্বাস করতে গেলাম, কেন আরো ২/৩টা দোকান ঘুরে দাম যাচাই করলাম না। করলে এই ৫০০ টাকা বেঁচে যেতো।
আপনাদের কি এমন অভিজ্ঞতা হয়েছে কথনও ? কমেন্টে জানাবেন আশা করি।
ফটো ক্রেডিট : ChatGPT
ফেসবুক মন্তব্য