নাইকন জেডএফ

নাইকন জেডএফ ক্যামেরাটি ব্যবহার করছি প্রায় ২ বছর হলো। এখনও পুরোপুরি আয়ত্ব করতে পেরেছি সবকিছু এমনটি বলা যাবে না। বরং এখনও শিখছি। ব্যবহারের সময় বেশ কিছু বিষয় নজরে এসেছে তার কিছু এই পোষ্টে লিখে রাখছি।

০১. ব্যাটারী : এই ক্যামেরাটি নাইকন অরিজিনাল ব্যাটারী ছাড়া অন্য কোন থার্ডপার্টি ব্যাটারী সাপোর্ট করে না। 

০২. চার্জার : যে কোন PD চার্জার দিয়ে এবং Type C to Type C ক্যাবল দিয়ে ব্যাটারী ক্যামেরায় রেখে চার্জ করতে পারবেন। আমি ANKER এর Power Port III 20W Cube এই চার্জারটি ব্যবহার করি। পুরো চার্জ হতে ঘন্টা দুয়েক সময় লাগে। ৪০ ওয়াট চার্জার হলে চার্জিং টাইম অর্ধেকে নেমে আসবে।

০৩. পাওয়ার ব্যাংক : চার্জার এর মতো যে কোন PD আউটপুট সহ পাওয়ার ব্যাংক থেকে Type C to Type C ক্যাবল দিয়ে ব্যাটারী ক্যামেরায় রেখে চার্জ করতে পারবেন। আমি বর্তমানে VDENMENV এর ১০০০০ mAh / 22.5 W এর পাওয়ার ব্যাংকটি ব্যবহার করছি।

০৪. হিটিং ইস্যু : কেনার পর আমি এক অনুষ্ঠানে গিয়ে এক নাগাড়ে ৪৫ মিনিট ভিডিও করার পর রেকর্ডিং বন্ধ হয়ে গিয়েছিলো ওয়ার্নিং দিয়ে। ক্যামেরা ঠান্ডা, মানে নরমাল টেম্পারেচারে আসার আগে পর্যন্ত আর রেকর্ডিং করা যায় নাই। তবে বিভিন্ন ফোরামে অনেকে এই হিটিং ইস্যু নিয়ে অনেক কিছু বলেছেন। প্রথমত ক্যামেরা গরম হয়ে যাওয়া অস্বাভাবিক কোন বিষয় না। মোবাইল ফোন থেকে শুরু করে একশন ক্যাম এবং হাল আমলের এই মিররলেস ক্যমেরা সবই গরম হয়। দ্বিতীয় মত হলো ক্যামেরার রিড / রাইট স্পিডের সাথে যদি মেমরি কার্ডের রিড / রাইট স্পিড ম্যাচ না করে তবে ক্যামেরা অতিরিক্ত গরম হতে পারে। আর আমার মত হলো আমাদের আবহাওয়া তো এমনিতেই গরম, তাতে হয়তো একটু দ্রুতই গরম হয়। এই হিটিং ইস্যু এড়ানোর জন্য একনাগাড়ে রেকর্ডিং না করে ছোট ছোট সেগমেন্টে রেকর্ডিং করলে ভাল হয়। আমি এখন সাধারণত ৩-৫ মিনিট রেকর্ড করার পর ২/৩ মিনিট ক্যামেরা অফ রাখি। 

০৫. ফার্মওয়্যার আপডেট : রিসেন্ট যে ফার্মওয়্যার নাইকন রিলিজ করেছে তাতে একটি প্রিকশন নোটিস দেয়া আছে
Caution: Updating the Firmware
Do not update the camera firmware with lenses other than Z-mount NIKKOR lenses or mount adapters other than FTZ II/FTZ attached; failure to observe this precaution could result in camera malfunction.”

শুরুতে এটা নিয়ে আমি একটু কনফিউজড ছিলাম। পরে ২/৩টা গ্রুপে আলাপ করে বুঝলাম এই ফার্মওয়্যারটি ইনষ্টল করার সময় ক্যামেরা বডিতে Nikkor লেন্স বা এফটিজেড এডাপ্টার এটাচ থাকতে হবে। নিদেন পক্ষে কোন লেন্স ছাড়া এই ফার্মওয়্যারটি ইনষ্টল করতে হবে। কোন খার্ডপার্টি লেন্স এটাচ করে ফার্মওয়্যার আপডেট দিলে ক্যামেরা ম্যালফাংশন করতে পারে।

আপাতত এইগুলিই মাথায় এলো। পরে নতুন কোন ইস্যু বা বিষয় মাথায় আসলে যোগ করা হবে।

ফেসবুক মন্তব্য

রিফাত জামিল ইউসুফজাই

জাতিতে বাঙ্গালী, তবে পূর্ব পূরুষরা নাকি এসেছিলো আফগানিস্তান থেকে - পাঠান ওসমান খানের নেতৃত্বে মোঘলদের বিরুদ্ধে লড়াই করতে। লড়াই এ ওসমান খান নিহত এবং তার বাহিনী পরাজিত ও পর্যূদস্ত হয়ে ছড়িয়ে পড়ে টাঙ্গাইলের ২২ গ্রামে। একসময় কালিহাতি উপজেলার চারাণ গ্রামে থিতু হয় তাদেরই কোন একজন। এখন আমি থাকি বাংলাদেশের রাজধানী ঢাকায়। কোন এককালে শখ ছিলো শর্টওয়েভ রেডিও শোনা। প্রথম বিদেশ ভ্রমণে একমাত্র কাজ ছিলো একটি ডিজিটাল রেডিও কেনা। ১৯৯০ সালে ষ্টকহোমে কেনা সেই ফিলিপস ডি ২৯৩৫ রেডিও এখনও আছে। দিন-রাত রেডিও শুনে রিসেপশন রিপোর্ট পাঠানো আর QSL কার্ড সংগ্রহ করা - নেশার মতো ছিলো সেসময়। আস্তে আস্তে সেই শখ থিতু হয়ে আসে। জায়গা নেয় ছবি তোলা। এখনও শিখছি এবং তুলছি নানা রকম ছবি। কয়েক মাস ধরে শখ হয়েছে ক্র্যাফটিং এর। মূলত গয়না এবং নানা রকম কার্ড তৈরী, সাথে এক-আধটু স্ক্র্যাপবুকিং। সাথে মাঝে মধ্যে ব্লগ লেখা আর জাবর কাটা। এই নিয়েই চলছে জীবন বেশ।