পর্যটন (০০০)

ঘুরতে বের হবো, অনেকদিন ধরেই ভাবছি। আপাতত দেশের মধ্যে এখানে সেখানে যাওয়ার ইচ্ছা। তারপর দেশের বাইরে। আপাতত বিভিন্ন সাইট থেকে তথ্য সংগ্রহ করছি। কিছুদিন আগে সোনারগাঁ হোটেলে হয়ে গেলো ট্র্যাভেল মার্ট ২০২৩, সেখান থেকেও কিছু তথ্য পেয়েছি। তার মধ্যে বংলাদেশ পর্যটন কর্পোরেশনের ষ্টল থেকে তাদের একটা লিফলেট সংগ্রহ করেছিলাম। এই লিফলেটে তাদের বিভিন্ন হোটেল / মোটেল এর রুম ট্যারিফ দেয়া আছে। আপাতত সেই তথ্যই শেয়ার করছি। ভবিষ্যতে নিজের এবং অন্যদের কাজে লাগবে আশা করি।

হোটেল অবকাশ, ঢাকা
রুম টাইপ রুমের সংখ্যা রেট (প্রতি রুম)
ষ্ট্যান্ডার্ড কাপল (টিভি, টেলিফোন, গরম পানি) ০২ ৪,০০০.০০
ষ্ট্যান্ডার্ড টুইন (টিভি, টেলিফোন, গরম পানি) ১০ ৪,০০০.০০
ডিলাক্স টুইন (টিভি, টেলিফোন, গরম পানি) ১৮ ৫,০০০.০০
ডিলাক্স কাপল (টিভি, টেলিফোন, গরম পানি) ০১ ৫,০০০.০০
ডিলাক্স কুইন (টিভি, টেলিফোন, গরম পানি) ০১ ৫,০০০.০০
ব্রাইডাল রুম (টিভি, টেলিফোন, গরম পানি) ০১ ৬,০০০.০০
রয়্যাল স্যুইট (টিভি, টেলিফোন, গরম পানি) ০১ ১০,০০০.০০
যোগাযোগ : 58811109, 9899288, 017455750464
হোটেল সৈকত, কক্সবাজার
ইন্টারন্যাশনাল স্যুইট ০১ ১০,০০০.০০
এসি স্যুইট ০৭ ৭,০০০.০০
এসি ডিলাক্স (ডাবল / কাপল) ৭৩ ৩,০০০.০০
এসি ডিলাক্স (টুইন) ৭০ ৩,০০০.০০
যোগাযোগ : (031) 2866011-14, 01991139143
হোটেল শৈবাল, কক্সবাজার
এসি রয়্যাল স্যুইট (কাপল বেড) ০২ ৫,৫০০.০০
এসি টুইন বেড ২০ ৩,৬০০.০০
নন এসি ষ্ট্যান্ডার্ড টুইন বেড ০২ ২,৩০০.০০
যোগাযোগ : (0341) 63274
মোটেল প্রবাল, কক্সবাজার
এসি কাপল বেড / টুইন বেড ০৫ ২,০০০.০০
নন এসি কাপল বেড / টুইন বেড ২০ ১,৫০০.০০
নন এসি কাপল বেড ১৩ ১,৫০০.০০
ইকনমি রুম (টুইন বেড) ০৯ ৫০০.০০
ডরমেটরি ১২ ২,০০০.০০
যোগাযোগ : (0341) 63211
মোটেল উপল, কক্সবাজার
এসি টুইন বেড ১৬ ২,০০০.০০
এসি কাপল বেড ০২ ২,০০০.০০
নন এসি টুইন বেড ১৯ ১,৫০০.০০
নন এসি কাপল বেড ০১ ১,৫০০.০০
পর্যটন মোটেল, সিলেট    
এসি কাপল রুম ০৫ ৩,৫০০.০০
এসি টুইন বেড (টিভি, টেলিফোন, গরম পানি) ০৯ ৩,০০০.০০
নন এসি টুইন বেড ১২ ২,৪০০.০০
যোগাযোগ : (0341) 64258
হোটেল নে টং, টেকনাফ
এসি স্যুইট (টিভি, টেলিফোন, গরম পানি) ০২ ৩,৫০০.০০
এসি টুইন বেড (টিভি, টেলিফোন, গরম পানি) ০৪ ২,০০০.০০
নন এসি টুইন বেড ১০ ১,৪০০.০০
যোগাযোগ : (0426) 75104
হোটেল পশুর, মংলা
এসি টুইন বেড (টিভি, টেলিফোন, গরম পানি) ০৬ ২,৫০০.০০
এসি কাপল বেড (টিভি, টেলিফোন, গরম পানি) ০৪ ২,৫০০.০০
নন এসি টুইন বেড (টিভি, টেলিফোন, গরম পানি) ১২ ১,৫০০.০০
যোগাযোগ : (04662) 75100, 01773044470
পর্যটন হলিডে হোমস, কুয়াকাটা
এসি ডিলাক্স (টিভি, টেলিফোন, গরম পানি) ০১ ৩,৫০০.০০
এসি টুইন বেড (টিভি, টেলিফোন) ০৪ ৩,৫০০.০০
নন এসি টুইন বেড (টিভি) ০৫ ২,০০০.০০
ইকনমি রুম ০৬ ১,০০০.০০
যোগাযোগ : (04428) 56004
ইয়ুথ ইন, কুয়াকাটা
এসি রয়্যাল সুইট (টিভি, টেলিফোন, গরম পানি) ০১ ৫,৫০০.০০
এসি টুইন বেড ০৬ ৩,৫০০.০০
এসি কাপল বেড ০৩ ৩,৫০০.০০
এসি রুম (৪ বেড) ০১ ৪,০০০.০০
নন এসি টুইন বেড ১১ ২,০০০.০০
নন এসি কাপল বেড ০৩ ২,০০০.০০
নন এসি রুম (৪ বেড) ৩৫ ২,৫০০.০০
যোগাযোগ : (04428) 56207-8, 01732091599
হোটেল মধূমতি, টুঙ্গিপাড়া
এসি টুইন বেড ০৪ ১,৫০০.০০
নন এসি টুইন বেড ০৫ ১,০০০.০০
ডরমেটরি (৪ বেড) প্রতি বেড ১৩ ৪০০.০০
যোগাযোগ : (06655) 56349, 01991139429
পর্যটন মোটেল, বেনাপোল
এসি স্যুইট (টিভি, টেলিফোন, গরম পানি) ০১ ৩,৮০০.০০
এসি টুইন বেড (টিভি, টেলিফোন, গরম পানি) ০৬ ২,২০০.০০
নন এসি টুইন বেড ১০ ১,৫০০.০০
ডরমেটরি (৪ বেড) প্রতি বেড ০৩ ৩০০.০০
যোগাযোগ : (04228) 75411
পর্যটন মোটেল, জাফলং
এসি কাপল রুম ০১ ২,০০০.০০
এসি টুইন বেড ০৩ ১,৮০০.০০
যোগাযোগ : 01780276002
পর্যটন মোটেল, সিলেট
এসি কাপল রুম ০৫ ৩,৫০০.০০
এসি টুইন বেড (টিভি, টেলিফোন, গরম পাি) ০৯ ৩,০০০.০০
নন এসি টুইন বেড ১২ ২,৪০০.০০
যোগাযোগ : (0821) 712426, 01795594790
পর্যটন মোটেল, বান্দরবন
এসি কাপল রুম (টিভি, টেলিফোন, গরম পানি) ০৫ ৩,০০০.০০
এসি টুইন বেড (টিভি, টেলিফোন, গরম পানি) ০৬ ২,৪০০.০০
নন এসি টুইন বেড  ১৫ ১,৫০০.০০
ড্রাইভার (১০ বেড) প্রতি বেড ০১ ৪০০.০০
যোগাযোগ : (0361) 62741-2, 01991139026 

যোগাযোগ
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন
৮৩-৮৮, বীর উত্তম এ, কে, খন্দকার সড়ক, মহাখালি, ঢাকা ১২১৩
ফোন : (880-2) 8833229, 8834600, 8833900
www.parjatan.com.bd

ফেসবুক মন্তব্য

রিফাত জামিল ইউসুফজাই

জাতিতে বাঙ্গালী, তবে পূর্ব পূরুষরা নাকি এসেছিলো আফগানিস্তান থেকে - পাঠান ওসমান খানের নেতৃত্বে মোঘলদের বিরুদ্ধে লড়াই করতে। লড়াই এ ওসমান খান নিহত এবং তার বাহিনী পরাজিত ও পর্যূদস্ত হয়ে ছড়িয়ে পড়ে টাঙ্গাইলের ২২ গ্রামে। একসময় কালিহাতি উপজেলার চারাণ গ্রামে থিতু হয় তাদেরই কোন একজন। এখন আমি থাকি বাংলাদেশের রাজধানী ঢাকায়। কোন এককালে শখ ছিলো শর্টওয়েভ রেডিও শোনা। প্রথম বিদেশ ভ্রমণে একমাত্র কাজ ছিলো একটি ডিজিটাল রেডিও কেনা। ১৯৯০ সালে ষ্টকহোমে কেনা সেই ফিলিপস ডি ২৯৩৫ রেডিও এখনও আছে। দিন-রাত রেডিও শুনে রিসেপশন রিপোর্ট পাঠানো আর QSL কার্ড সংগ্রহ করা - নেশার মতো ছিলো সেসময়। আস্তে আস্তে সেই শখ থিতু হয়ে আসে। জায়গা নেয় ছবি তোলা। এখনও শিখছি এবং তুলছি নানা রকম ছবি। কয়েক মাস ধরে শখ হয়েছে ক্র্যাফটিং এর। মূলত গয়না এবং নানা রকম কার্ড তৈরী, সাথে এক-আধটু স্ক্র্যাপবুকিং। সাথে মাঝে মধ্যে ব্লগ লেখা আর জাবর কাটা। এই নিয়েই চলছে জীবন বেশ।