বই মেলা – বই কেনা

বাসায় বেশ কিছু বই জমে গেছে, তারপর প্রতি সপ্তাহে না হলেও সপ্তাহ দূ’য়েক পর পর বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান লাইব্রেরী থেকে ৩টা করে বই আনি। তাই এবার বই মেলা থেকে বা অনলাইনে বই কেনার লিষ্ট ছোটই ছিলো। এবার ঠিক করেছিলাম ব্লগ বা ফেসবুকে যাদের চিনি কিন্তু দেখা হয় নাই কখনও তাদের বই কিনবো। ১৭ই ফেব্রুয়ারী তাই বই মেলায় গিয়ে প্রাথমিক চক্কর মারার পর সেইসব লেখকদের বই খোঁজা শুরু করলাম। 

১. চলচ্চিত্রিক মানসিকতা
লেখক : ইহতিশাম আহমেদ
প্রকাশক : পেন্ডুলাম বুকস
মুদ্রিত মূল্য : ৭৯০ টাকা
২. হোয়াই ইজ সেক্স ফান
মূল : জ্যারেড ডায়মন্ড
ভাষান্তর : সন্নাসী রতন
প্রকাশক : পেন্ডুলাম বুকস
মুদ্রিত মূল্য : ৩৯০ টাকা

৩. অদেখা
লেখক : কিশোর কুমার দাশ
প্রকাশক : বিদ্যানন্দ প্রকাশনী
মুদ্রিত মূল্য : ১৯৫ টাকা

৪. রেনুর পুতুল
লেখক : আকাশনীলা নিধি / নজরুল সৈয়দ
প্রকাশক : ক্রিয়েটিভ ঢাকা পাবলিকেশন্স
মুদ্রিত মূল্য : ২৫০ টাকা

৫. হিয়ার খোঁজে
লেখক : আকাশনীলা নিধি
প্রকাশক : ক্রিয়েটিভ ঢাকা পাবলিকেশন্স
মুদ্রিত মূল্য : ৩০০ টাকা

 

 

 

আপাতত এই ৫টা বই কিনেছি। অলিখিত লিষ্টে আরো গোটা পাঁচেক বই আছে। 

ফেসবুক মন্তব্য

রিফাত জামিল ইউসুফজাই

জাতিতে বাঙ্গালী, তবে পূর্ব পূরুষরা নাকি এসেছিলো আফগানিস্তান থেকে - পাঠান ওসমান খানের নেতৃত্বে মোঘলদের বিরুদ্ধে লড়াই করতে। লড়াই এ ওসমান খান নিহত এবং তার বাহিনী পরাজিত ও পর্যূদস্ত হয়ে ছড়িয়ে পড়ে টাঙ্গাইলের ২২ গ্রামে। একসময় কালিহাতি উপজেলার চারাণ গ্রামে থিতু হয় তাদেরই কোন একজন। এখন আমি থাকি বাংলাদেশের রাজধানী ঢাকায়। কোন এককালে শখ ছিলো শর্টওয়েভ রেডিও শোনা। প্রথম বিদেশ ভ্রমণে একমাত্র কাজ ছিলো একটি ডিজিটাল রেডিও কেনা। ১৯৯০ সালে ষ্টকহোমে কেনা সেই ফিলিপস ডি ২৯৩৫ রেডিও এখনও আছে। দিন-রাত রেডিও শুনে রিসেপশন রিপোর্ট পাঠানো আর QSL কার্ড সংগ্রহ করা - নেশার মতো ছিলো সেসময়। আস্তে আস্তে সেই শখ থিতু হয়ে আসে। জায়গা নেয় ছবি তোলা। এখনও শিখছি এবং তুলছি নানা রকম ছবি। কয়েক মাস ধরে শখ হয়েছে ক্র্যাফটিং এর। মূলত গয়না এবং নানা রকম কার্ড তৈরী, সাথে এক-আধটু স্ক্র্যাপবুকিং। সাথে মাঝে মধ্যে ব্লগ লেখা আর জাবর কাটা। এই নিয়েই চলছে জীবন বেশ।