রিসেপশন রিপোর্ট

আমরা যারা নিয়মিত দেশী এবং বিদেশী বেতার কেন্দ্রের অনুষ্ঠান শুনে থাকি তারা হয়তো SWLing এবং DXing শব্দ দুইটির সাথে পরিচিত। SWLing শব্দটির অর্থ খূব সোজা। Short Wave Listening বা শর্টওয়েভে বেতার শোনা। DXing এর D দিয়ে বুঝানো হয় Distance বা দূরত্ব। আর X মানে অজানা, যেমনটি আমরা অংকে ব্যবহার করে থাকি। DXing এর মানে হলো অজানা দূরত্ব থেকে ভেসে আসা বেতার তরঙ্গ খূঁজে বের করা। SWLing এর মতো DXing কেবল শর্টওয়েভে সীমাবদ্ধ না। আপনার কাছে সঠিক বেতার যন্ত্র থাকলে আপনি যে কোন ব্যান্ড বা ফ্রিকোয়েন্সীতে বেতার তরঙ্গ খূজতে পারেন। 

বেতার কেন্দ্রগুলো তাদের টার্গেট এরিয়ায় শ্রবণ মান কেমন তা জানার জন্য শ্রোতাদের উপর নির্ভর করতো এক সময়। শ্রোতারা অনুষ্ঠান শুনে সেই বেতার কেন্দ্রে চিঠি লিখতো অনুষ্ঠান কেমন শোনা যাচ্ছে তা জানিয়ে। একসময় সেই জানানোর পদ্ধতি একটি নিয়মের মধ্যে চলে আসে, যাকে আমরা বলি রিসেপশন রিপোর্ট। 

সাধারণত শর্টওয়েভ রিসেপশনের ক্ষেত্রে কত তারিখ কতটার সময় শুনেছেন, কোন ফ্রিকোয়েন্সীতে তা জানাতে হয়। সাথে বেতার যন্ত্র এবং এন্টেনা কি ব্যবহার করেছেন সেটি এবং অনুষ্ঠানের সংক্ষিপ্ত সার (কি অনুষ্ঠান, কে উপস্থাপন করেছেন, কি বিষয় ইত্যদি)। আর শ্রবন মান জানানোর জন্য SINPO কোড ব্যবহার করতে হয়।

S Signal Strength 5 to I
I Interference 5 to 1
N Noise 5 to 1
P Propagation  5 to 1
O Overall Condition 5 to 1

ই-কিউএসএল কার্ডS = Signal Strength এর মানে হলো আপনি যে সিগনাল পাচ্ছেন সেটি ভাল না খারাপ। ভাল অর্থে ৫ ব্যবহার করা হয় যদি আপনি আপনার স্থানীয় মিডিয়ম ওয়েভ বা এফএম ষ্টেশনের মতো শুতে পান। ১ হলো সিগনাল আছে তবে একেবারেই কিছু বুঝা যাচ্ছে না। 

I = Interference মানে অন্য কোন বেতার কেন্দ্র শোনা যাচ্ছে কিনা। অন্য কোন বেতার কেন্দ্র একই ফ্রিকোয়েন্সিতে হতে পারে আবার পাশের ফ্রিকোয়েন্সিতে হতে পারে। এক বা একাধিক বেতার কেন্দ্র থেকেও হতে পারে। কোন ইন্টাফারেন্স না থাকলে সেটি ৫ আর ইন্টারফারেন্স এর জন্য মূল বেতার কেন্দ্র ঠিক মতো শোনা না গেলে ১।

N = Noise, শর্টওয়েভ শুনতে গেলে নানা রকম বিচিত্র শব্দ শোনা যায়। তার কোনটি আশেপাশের বৈদ্যুতিক যন্ত্রপাতি থেকে আসে। কোনটি আবার আবহাওয়ার কারণে। যেমন – কোথাও বিদ্যুৎ চমকালে বা বজ্রপাত হলে আপনার বেতার যন্ত্রেও নানা রকম শব্দ শোনা যাবে। কোন শব্দ না থাকলে ৫, খূব বেশী শব্দ থাকলে ১।

P = Propagation শর্টওয়েভে বেতার শোনার সময় প্রায়ই দেখা যায় সিগনাল একসময় খূব ভাল শোনা যাচ্ছে, কিছুক্ষণ পর কমতে কমতে প্রায় শোনাই যাচ্ছে না। ঢেউ এর মতো আসে আর যায়। ইংরেজীতে এটাকে বলে Fading। Fading একেবারেই না থাকলে ৫ এবং খূব বেশী থাকলে ১, এখানে বলে রাখা ভাল ট্রান্সমিটার যতো দূরে থাকবে এবং পাওয়ার কম থাকলে Fading বেশী হয়, সেই সাথে আয়োনোস্ফিয়ারের অবস্থাও।

O = Overall Condition S, I, N, P সব কিছুই তো দিলেন।এখন আপনার বিবেচনায় সব কিছু মিলিয়ে শ্রবণ মান কেমন ছিলো ? খূব ভাল হলে ৫ দিবেন, আর ভয়াবহ রকমের খারাপ হলে ১ দিবেন। 

পরবর্তীতে এই SINPO কোড কে কমিয়ে SIO কোড করা হয় এবং ভ্যালু দিতে হয় ৪, ৩, ২। এখানে ৪ মানে ভাল, ৩ মোটামুটি আর ২ খারাপ। SINPO / SIO কোডের পর আপনি চাইলে কিছু কমেন্টস যোগ করতে পারেন। যেমন কোন ইন্টারফারেন্স থাকলে সেই রেডিও ষ্টেশনের নাম (যদি বুঝতে পারেন), একই ফ্রিকোয়েন্সি না পাশের ফ্রিকোয়েন্সি (পাশের ফ্রিকোয়েন্সি হলে সেটি কত), আর নয়েজ হলে সেটিও উল্লেখ করতে পারেন। SIO কোড দিলে সেখানে Fading ছিলো কিনা সেটিও বলে দিতে পারেন। 

আপনি অনুষ্ঠান আসলেই শুনেছেন কিনা সেটি প্রমাণের জন্য আসলে অনুষ্ঠানের সংক্ষিপ্তসার দিতে হয়। তবে কেবল খবর, সম্পাদকীয়, চিঠিপত্রের আসর আসর না দিয়ে কে খবর পড়লেন, খবরের মাঝে প্রতিবেদন থাকলে কি বিষয়ে কে প্রতিবেদন দিয়েছেন, সম্পাদকীয় কি বিষয় নিয়ে ছিলো, চিঠিপত্রের আসরে ২/৩টা চিঠির বিষয় ইত্যাদি দিতে পারেন। গান হলে গানের শিরোনাম আর শির্পীর নাম অবশ্যই দিবেন। 

এবং পুরো চিঠি বা ইমেইল লিখবেন ইংরেজীতে, বেতার অনুষ্ঠান যে ভাষাতেই হোক না কেন। যদি এমন কোন ভাষা শুনে থাকেন যা আপনি বুঝেন না খেয়াল করবেন কোন কমন শব্দ বলা হয়েছে কিনা। যেমন এখন রাশিয়া-ইউকোন কনফ্লিক্টে এই দুটো শব্দ অহরহ উচ্চারিত হচ্ছে। আবার উপস্থাপক পুরুষ না মহিলা ছিলেন সেটিও উল্লেখ করতে পারেন। পুরুষ হলে OM (Old Man) আর মহিলা হলে YL (Young Lady) লিখতে পারেন। এখন মহিলারা কেন সবসময় ইয়াং লেডি আর পুরুষরা কেন ওল্ড ম্যান সেই কারণ আবার জিজ্ঞেস করেন না। এর উত্তর মনে হয় কারো জানা নাই।

প্রতিটি বেতার কেন্দ্রই তাদের প্রচারিত অনুষ্ঠানের বিস্তারিত তথ্য সংরক্ষন করে। এখন আপনার পাঠানো রিসেপশন রিপোর্ট যদি তাদের সেই ‘লগ’ এর সাথে মিলে যায় তবে তারা আপনাকে একটি ভেরিফিকেশন কার্ড বা প্রমাণ পত্র পাঠাবে। এটাকেই বলে কিউএসএল কার্ড। এটি কার্ড না হয়ে চিঠি / ইমেইল বা ডিজিটাল ছবিও হতে পারে। বর্তমানে অনেক বেতার কেন্দ্রই এই ডিজিটাল ছবি পাঠায়, যাকে বলা হচ্ছে ই-কিউএসএল। ভবিষ্যতে কিএসএল নীযে আরো কিছু লেখার ইচ্ছে রইলো। 

আপাতত আজ এই পর্যন্তই। ভাল থাকুন।

হ্যাপি ডিএক্সইং 

ফেসবুক মন্তব্য

রিফাত জামিল ইউসুফজাই

জাতিতে বাঙ্গালী, তবে পূর্ব পূরুষরা নাকি এসেছিলো আফগানিস্তান থেকে - পাঠান ওসমান খানের নেতৃত্বে মোঘলদের বিরুদ্ধে লড়াই করতে। লড়াই এ ওসমান খান নিহত এবং তার বাহিনী পরাজিত ও পর্যূদস্ত হয়ে ছড়িয়ে পড়ে টাঙ্গাইলের ২২ গ্রামে। একসময় কালিহাতি উপজেলার চারাণ গ্রামে থিতু হয় তাদেরই কোন একজন। এখন আমি থাকি বাংলাদেশের রাজধানী ঢাকায়। কোন এককালে শখ ছিলো শর্টওয়েভ রেডিও শোনা। প্রথম বিদেশ ভ্রমণে একমাত্র কাজ ছিলো একটি ডিজিটাল রেডিও কেনা। ১৯৯০ সালে ষ্টকহোমে কেনা সেই ফিলিপস ডি ২৯৩৫ রেডিও এখনও আছে। দিন-রাত রেডিও শুনে রিসেপশন রিপোর্ট পাঠানো আর QSL কার্ড সংগ্রহ করা - নেশার মতো ছিলো সেসময়। আস্তে আস্তে সেই শখ থিতু হয়ে আসে। জায়গা নেয় ছবি তোলা। এখনও শিখছি এবং তুলছি নানা রকম ছবি। কয়েক মাস ধরে শখ হয়েছে ক্র্যাফটিং এর। মূলত গয়না এবং নানা রকম কার্ড তৈরী, সাথে এক-আধটু স্ক্র্যাপবুকিং। সাথে মাঝে মধ্যে ব্লগ লেখা আর জাবর কাটা। এই নিয়েই চলছে জীবন বেশ।