সাম্প্রতিক ওয়ার্ল্ড রেডিও টিভি হ্যান্ডবুক কেনার খূব ইচ্ছে হয়েছিলো। কিন্তু দাম অনেক বেশী তারপর কুরিয়ার চার্জ এবং শুল্ক কি আসবে সেই চিন্তা করে আর অর্ডার করা হয় নাই। সেদিন হঠাৎ করেই দেখলাম তারা ছাপানো বই এর সাথে ইবুক এবং ওয়েবএপ ও দিচ্ছে। দামও মোটামুটি সহনীয়। কুরিয়ার এর কোন ঝামেলা নাই, ডাউনলোড করে নিলেই হলো। ওয়েব এপ এর দাম অপেক্ষাকৃত কম ছিলো, কিন্তু সমস্যা হলো বছরান্তে সেটার এক্সেস নাই হয়ে যাবে। আবার নতুন করে কিনতে হবে। ইবুকও নতুন করে কিনতে হবে, কিন্তু আমার কাছে পুরাতন ভার্শনটি থেকে যাবে।
মে মাসের ১০ তারিখে অর্ডার করে আজ একটিভেশন কি হাতে পেলাম। তারপর ডাউনলোড। তবে ঘটনা হলো ইবুকটি ছাপানো বই এর মতো না। আমি আশা করেছিলাম এটি হয়তো ট্রু পিডিএফ হবে। মোট ১১টি EPub ফাইল পেয়েছি। আলাদা আলাদা ভাবে রেডিও ষ্টেশন, ফ্রিকোয়েন্সী, আর্টিকেল ইত্যাদি দেয়া আছে। ইনডেক্স এবং সার্চ অপশনও আছে। সাথে A25 সামার শিডিউল ও আছে।
তবে একটিভেশন কোড থাকায় এটি যত্রতত্র ব্যবহার করা বা ফাইল ট্রান্সফার করা যায় না। প্রাথমিক ভাবে এটি আমাজন কিন্ডল ডেস্কটপ এপ দিয়ে পড়তে হবে। অবশ্য মোবাইল ফোনে কিন্ডল এপ দিয়ে পড়া যাবে একই কিন্ডল আইডি দিয়ে লগইন করা থাকলে। আমি মাইক্রোসফট ষ্টোর থেকে EPub রিডার ডাউনলোড করে ট্রাই করলাম। EPub রিডার দিয়ে ওপেন করা যায়, কিন্তু সার্চ করার কোন অপশন পাওয়া গেলো না।
আপাতত দেখছি, ভবিষ্যতে আরো বিস্তারিত জানানোর চেষ্টা করবো।
ফেসবুক মন্তব্য