আপনার ক্রিয়েটিভিটি আছে, হাতে অফুরন্ত সময় আছে, কিন্তু ডিভাইস / গিয়ারের ক্ষেত্রে হয়তো আপনি একটু দূর্বল। আপনি হয়তো আপনার ক্রিয়েটিভিটি দিয়েই ‘ডিভাইস ডাজেন্ট ম্যাটার’ কথাটি সত্য প্রমাণিত করতে পারবেন। তাই বলে কথাটি চিরন্তন সত্য এমনটি ভাবার কারণ নেই। আবার লেটেষ্ট মডেলের ডিভাইস / গিয়ার নিয়ে হয়তো কেউ অশ্বডিম্ব প্রসব করতেও পারে, তার মধ্যে হয়তো ক্রিয়েটিভিটির ছিটেফোটাও ছিলো না। এটাও তাই মনে রাখা জরুরী যে সব কাজ সবার জন্য না। কাগজ, কালি, কলম থাকলেই যে কেউ অসাধারণ কোন লেখা লিখে ফেলতে পারবে না।