ডিজিটাল ক্রিয়েটর – ক্যামেরা

ডিজিটাল ক্রিয়েটর হিসেবে শুরু করতে চাইলে আপনাকে ভিডিও তৈরির সরঞ্জাম সম্পর্কে কিছু মৌলিক জ্ঞান থাকতে হবে। যেমন – কিভাবে ক্যামেরা ব্যবহার করতে হয় অথবা কিভাবে আলো এবং শব্দ নিয়ে কাজ করতে হয়। আমরা এখানে সাধারণভাবে প্রচলিত কিছু প্রোডাশন সরঞ্জাম সম্পর্কে আলোকপাত করবো। আশা করি কাজ শুরু কতে এটি আপনাকে সহায়তা করবে।

নাইকন জেডএফ

নাইকন জেডএফ একটি ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা, যা পুরোনো দিনের ডিজাইন এবং আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটিয়েছে। ক্লাসিক Nikon FM2 ফিল্ম ক্যামেরার আদলে ডিজাইন করা হলেও, এতে বর্তমান যুগের উন্নত ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা আধুনিক ফটোগ্রাফির জন্য বেশ উপযোগী।

মিররলেস ক্যামেরা

মিররলেস ক্যামেরা হলো একটি অত্যাধুনিক ডিজিটাল ক্যামেরা, যা DSLR ক্যামেরার মতোই ছবি তোলা এবং ভিডিও করার ক্ষমতা রাখে, তবে এতে কোনো রিফ্লেক্স মিরর থাকে না। DSLR ক্যামেরায় একটি রিফ্লেক্স মিরর থাকে যা লাইটকে অপটিক্যাল ভিউফাইন্ডারে প্রতিফলিত করে, কিন্তু মিররলেস ক্যামেরায় এটি নেই। এর ফলে ক্যামেরা ছোট, হালকা এবং দ্রুত শাটারের সুবিধা প্রদান করতে পারে।

Z5 vs Z6ii

ইউটিউবের ভিডিও রিভিউ এ একজন বললেন তেমন বিশাল কোন পার্থক্য নাই। ছবির কোয়ালিটি একই রকম। তবে তিনি পিছনের এলসিডি স্ক্রিনের ব্যাপারে জেড৬ মার্ক টু’কে বেটার বললেন। জেড৫ এর স্ক্রিন কিছুটা ধূসর, কনট্রাষ্টলেস মনে হয়। তবে আমার কাছে  কন্টিনিউয়াস শুটিং এবং বাফার এর ক্ষেত্রে জেড৬ মার্ক টু অনেক ভাল মনে হয়।

ডিভাইস ডাজেন্ট ম্যাটার

আপনার ক্রিয়েটিভিটি আছে, হাতে অফুরন্ত সময় আছে, কিন্তু ডিভাইস / গিয়ারের ক্ষেত্রে হয়তো আপনি একটু দূর্বল। আপনি হয়তো আপনার ক্রিয়েটিভিটি দিয়েই ‘ডিভাইস ডাজেন্ট ম্যাটার’ কথাটি সত্য প্রমাণিত করতে পারবেন। তাই বলে কথাটি চিরন্তন সত্য এমনটি ভাবার কারণ নেই। আবার লেটেষ্ট মডেলের ডিভাইস / গিয়ার নিয়ে হয়তো কেউ অশ্বডিম্ব প্রসব করতেও পারে, তার মধ্যে হয়তো ক্রিয়েটিভিটির ছিটেফোটাও ছিলো না। এটাও তাই মনে রাখা জরুরী যে সব কাজ সবার জন্য না। কাগজ, কালি, কলম থাকলেই যে কেউ অসাধারণ কোন লেখা লিখে ফেলতে পারবে না।

নাইকন ডি৩০০০

ক্যামেরা

প্রশ্ন হলো এই মূহুর্তে আমার নতুন ক্যামেরা কি খূব বেশী প্রয়োজন ? উত্তর হলো না। নতুন কোন গ্যাজেট দেখলেই আসলে হাত নিশপিশ করে এটা হলো আসল কথা। এই মূহুর্তে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি যা করছি তাতে হাতে যে সব ক্যামেরা এবং অন্যান্য একসেসরিজ আছে তাই যথেষ্ঠ। বরং বলা চলে এসবের সর্বোচ্চ বা সর্বোত্তম ব্যবহার এখনও করা হয়নি। অথচ এর চাইতে কম শক্তির ক্যামেরা / গিয়ার নিয়ে লোকজন আমার চাইতে হাজার গুণ ভাল ফটোগ্রাফি / ভিডিওগ্রাফি করে যাচ্ছে।

Flickr Explored

ইদানিং ফটোগ্রাফি

করোনা কালে বাইলে বের হচ্ছি কম। খূব একটা প্রয়োজন না হলে বেরই হচ্ছি না। ফলে ফটোগ্রাফিও তেমন ভাবে করা হচ্ছে না। কিন্তু বছরের শুরুতেই ঠিক করেছিলাম প্রতিদিন একটি করে ছবি তুলবো। করোনার কারণে সেটি রীতিমতো হুমকির মুখে। তবে আশার কথা হলো এই আগষ্ট মাস পর্যন্ত একটি করে ছবি আমার ফ্লিকার একাউন্টে আপলোড করেছি। তবে এর মধ্যে কিছু ফাঁকি আছে। কয়েকদিন আসলেই ছবি তুলি নাই। সে কয়দিন ফটোশপ অনুশীলনের ছবি দিয়েছি। আর ছিলো কয়েকটি মোবাইল ফটো।

পছন্দের ফ্লিকার (৬)

ইদানিং ফ্লিকারে ছবি আপলোড করার পাশাপাশি বিভিন্ন জনের ফটোষ্ট্রিম অনুসরণ করছি। সেই সাথে নিয়মিত এক্সপ্লোর এ ঢু মারি। প্রচুর ছবি দেখা হয়। এক্সপ্লোর এ অবশ্য ইদানিং পাখির ছবি প্রচুর। নিজে প্রথমত চোখের সমস্যার কারণে এবং দ্বিতীয়ত বার্ড ফটোগ্রাফির উপযোগী লেন্সের অভাবে খূব একটা বার্ড ফটোগ্রাফি করি না। আমার এই চোখ দিয়ে গাছের ডালে বা অন্য কোথাও বসে থাকা পাখি চট করে ষ্পট করা বেশ কঠিন। যে কয়টি পাখির ছবি তুলেছি সেগুলো নিতান্তই খূব কাছে বসা ছিলো বলে তুলতে পেরেছিলাম।

ফটোশ্যুট

ফটোশ্যুট

পরে জানলাম ছেলে দুটো কাছের এক কনফেকশনারি দোকানে কাজ করে। কয়েকদিন আমাকে ছবি তুলতে দেখে আজ সাহস করে বলেই ফেলেছে ছবি তোলার কথা। ফিরে আসার সময় দু’জনে বার বার করে দোকানে যেতে বলছিলো একটা ঠান্ডা খাওয়ার জন্য। আমি হেসেই জানালাম বাইরে একেবারেই খাই না, আর ঠান্ডা তো একেবারেই না। আমি ছবি তুলে আনন্দ পেয়েছি এটা জানাতে ভুললাম না। আশে পাশের লোকজনও এই দু’জনকে নিয়ে হাসি মশকরা করছিলো ছবি তোলার সময়। মাঝে মধ্যে ভাবতে ভালই লাগে এই সামান্য ছবি তুলে দেয়ার জন্য মানুষ কত খুশী হয়। বেশীর ভাগ সময় হয়তো এই ছবিটা আর তার কাছে থাকে না, আমার নিজের কাছেই থেকে যায় অমূল্য এক স্মৃতি হিসেবে।

পছন্দের ফ্লিকার

পছন্দের ফ্লিকার (২)

কয়েকদিন ধরে এক ভদ্রমহিলার ফ্লিকার একাউন্ট দেখছি। তার ষ্ট্রিমে বেশীরভাগই পুতুলের ছবি। নানা রকমের পুতুল সাজিয়ে, বিভিন্ন ড্রেস পরিয়ে তারপর ছবি তুলেন। আজ একবার ইচ্ছে হলো পুতুলগুলোর কেমন দাম খূজে দেখার। তার ফটোষ্ট্রিম থেকেই পুতুলের নাম নিয়ে সার্চ করলাম। প্রথমেই যে পুতুল আসলো আমাজনে তার দাম ২৯৯ ডলার মাত্র। আপাতত আর কোন কিছু সার্চ করছি না, তবে এটুকু বলে রাখি এসব পুতুলের রেডিমেড পোষাকের দাম কিন্তু আমার পরণের পোষাকের চাইতেও বেশী। ইচ্ছে করলে এই মহিলার ফটোষ্ট্রিম ঘুরে আসতে পারেন।

ফটোগ্রাফি ২০২০

ফটোগ্রাফি ২০২০

নতুন বছর শুরুর আগেই ঠিক করেছিলাম বছরের প্রথম দিন থেকে ছবি তুলবো। ভাল হোক, খারাপ হোক প্রতিদিন ছবি তোলার চেষ্টা করবো। আর এ কাজে যতগুলো ক্যামেরা আছে, লেন্স আছে সবই ব্যবহার করার চেষ্টা করবো। ডেডিকেটেড ক্যামেরার পাশাপাশি মোবাইল ফোনের ক্যামেরাও ব্যবহার করবো এমনই চিন্তা করে রেখেছিলাম। আজ প্রথম মাসের ২০ তম দিন। একদিনও এখন পর্যন্ত বাদ দেই নাই। তবে প্রজেক্ট ৩৬৫ বা প্রজেক্ট ৫২ এর মতো কোন প্রজেক্ট করছি না। কারণ এব্যাপারে এর আগেও ব্যর্থ হয়েছিলাম। তুলতে থাকি, তারপর দেখা যাবে।