RTL-SDR

এসডিআর (SDR)

এসডিআর এর পূর্ণ রুপ হলো Software Defined Radio, বাংলায় সফটওয়্যার চালিত রেডিও বলা যায়। জগদীশ চন্দ্র বসু অথবা মার্কনি আবিস্কৃত রেডিও যুগে যুগে নানাভাবে বিবর্তিত হয়েছে। শুরুর দিকের কৃষ্টাল রেডিও খূব বড় কিছু ছিলো না। কোন একসময় রেডিও’তে ব্যবহার করা হতো ভ্যাকুয়াম টিউব। ফলে রেডিও বা বেতার যন্ত্রের আকার হতো বিশাল। এরপর ট্রানজিষ্টর আবিস্কারের পর রেডিও সেটের আকার অপেক্ষাকুত ছোট হয়ে এসেছিলো। আর এখন আইসি ব্যবহারের ফলে রেডিও’র আকার আবার অনেকটাই ছোট হয়ে এসেছে। এসডিআর বেশ আগে থেকেই প্রচলিত। অনেক কমিউনিকেশন রিসিভার কম্পিউটার এর মাধ্যমে পরিচালনা করা যেতো বেশ আগে থেকেই। তবে এসব রিসিভারের দাম ছিলো অনেক। পরবর্তীতে বেশ কিছু রেডিও তৈরী হয় যেগুলোতে সাধারণ (কনভেনশনাল) রেডিও’র মতো কোন নব / সুইচ জাতীয় কিছু ছিলো না। কেবল থাকতো এন্টেনা ইনপুট এবং কম্পিউটারে সংযোগ দেয়ার জন্য ছিলো আউটপুট। আর ছিলো এই সেটের উপযোগী বিশেষ সফটওয়্যার।