লেন্স : আশা এবং বাস্তবতা

নেট ঘাটতে ঘাটতে দুইটা লেন্স পছন্দ করলাম। একটা Viltrox 20mm f/2.8, আরেকটা TTArtisan 50mm f/2 লেন্স। অনলাইনে রিভিউ ভালই। দাম সাধ্যের মধ্যেই। প্রথমটি ঢাকায় পাওয়া যায়, ২য়টি দারাজে দেখে অর্ডার করেছিলাম, কিন্তু অজ্ঞাত কারণে অর্ডার ক্যান্সেল হয়ে গেছে।

নতুন ক্যামেরা

এর মধ্যে আবার Nikon Zf রিলিজ হলো। স্পেক দেখে আবার চিন্তা বদল হলো। এই ইহজীবনে তো আর কোন ক্যামেরা কিনবো না, সাধ্যের মধ্যে একটু ভাল ফিচার সহ ক্যামেরাই কিনি। এ পর্যায়ে অবশ্য Z8 এর কথাও মাথায় ঘুরছিলো। তবে দাম দেখে পিছু হটতে বাধ্য হয়েছিলাম। শেষ পর্যন্ত কিনলাম এই Zf ক্যামেরা। সাথে Viltrox 85mm f/1.8 লেন্স আর SmallRig এর একটা এল ব্র্যাকেট।

Z5 vs Z6ii

ইউটিউবের ভিডিও রিভিউ এ একজন বললেন তেমন বিশাল কোন পার্থক্য নাই। ছবির কোয়ালিটি একই রকম। তবে তিনি পিছনের এলসিডি স্ক্রিনের ব্যাপারে জেড৬ মার্ক টু’কে বেটার বললেন। জেড৫ এর স্ক্রিন কিছুটা ধূসর, কনট্রাষ্টলেস মনে হয়। তবে আমার কাছে  কন্টিনিউয়াস শুটিং এবং বাফার এর ক্ষেত্রে জেড৬ মার্ক টু অনেক ভাল মনে হয়।