নতুন ক্যামেরা

অনেকদিন ধরেই ইচ্ছে ছিলো একটা ফুল ফ্রেম মিররলেস ক্যামেরা কেনার। মাঝে কয়েকবারই কিনতে গিয়ে কিনি নাই। আমি শুরু থেকেই নাইকন ক্যামেরার ভক্ত। তবে নতুন ক্যামেরা কিনবো সেটা ভাবার পর মাঝে মধ্যেই সনি আর ফুজিফিল্ম ক্যামেরার দিকে নজর যেতো। সনির চমৎকার অটোফোকাস আর বিশাল লেন্স ভান্ডার দেখে পছন্দ হয়েছিলো। এদিকে ফুজিফিল্ম পছন্দ হয়েছিলো কম্প্যাক্ট সাইজ দেখে, বিশেষ করে X100V তো ছিলো অসাধারণ একটি ক্যামেরা। তবে দাম বেশী আর ফুলফ্রেম নয় বলে এটা বাদ দিয়েছিলাম। শেষ পর্যন্ নাইকনেই থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম নিজের ৫/৬টা লেন্স এর কথা ভেবে।
 
শেষ পর্যন্ত কোনটা কিনবো ভাবতে ভাবতে আরো কিছুদিন গেলো। প্রথম পছন্দ ছিলো Nikon Z6ii, তবে মাঝে মধ্যে Z5 এর কথাও চিন্তা করছিলাম দামের কথা চিন্তা করে। Z5 কিনলে হয়তো শুরুতেই দুটো লেন্স নিতে পারতাম Z সিরিজের।
 
এর মধ্যে আবার Nikon Zf রিলিজ হলো। স্পেক দেখে আবার চিন্তা বদল হলো। এই ইহজীবনে তো আর কোন ক্যামেরা কিনবো না, সাধ্যের মধ্যে একটু ভাল ফিচার সহ ক্যামেরাই কিনি। এ পর্যায়ে অবশ্য Z8 এর কথাও মাথায় ঘুরছিলো। তবে দাম দেখে পিছু হটতে বাধ্য হয়েছিলাম। শেষ পর্যন্ত কিনলাম এই Zf ক্যামেরা। সাথে Viltrox 85mm f/1.8 লেন্স আর SmallRig এর একটা এল ব্র্যাকেট।
 

ফেসবুক মন্তব্য

রিফাত জামিল ইউসুফজাই

জাতিতে বাঙ্গালী, তবে পূর্ব পূরুষরা নাকি এসেছিলো আফগানিস্তান থেকে - পাঠান ওসমান খানের নেতৃত্বে মোঘলদের বিরুদ্ধে লড়াই করতে। লড়াই এ ওসমান খান নিহত এবং তার বাহিনী পরাজিত ও পর্যূদস্ত হয়ে ছড়িয়ে পড়ে টাঙ্গাইলের ২২ গ্রামে। একসময় কালিহাতি উপজেলার চারাণ গ্রামে থিতু হয় তাদেরই কোন একজন। এখন আমি থাকি বাংলাদেশের রাজধানী ঢাকায়। কোন এককালে শখ ছিলো শর্টওয়েভ রেডিও শোনা। প্রথম বিদেশ ভ্রমণে একমাত্র কাজ ছিলো একটি ডিজিটাল রেডিও কেনা। ১৯৯০ সালে ষ্টকহোমে কেনা সেই ফিলিপস ডি ২৯৩৫ রেডিও এখনও আছে। দিন-রাত রেডিও শুনে রিসেপশন রিপোর্ট পাঠানো আর QSL কার্ড সংগ্রহ করা - নেশার মতো ছিলো সেসময়। আস্তে আস্তে সেই শখ থিতু হয়ে আসে। জায়গা নেয় ছবি তোলা। এখনও শিখছি এবং তুলছি নানা রকম ছবি। কয়েক মাস ধরে শখ হয়েছে ক্র্যাফটিং এর। মূলত গয়না এবং নানা রকম কার্ড তৈরী, সাথে এক-আধটু স্ক্র্যাপবুকিং। সাথে মাঝে মধ্যে ব্লগ লেখা আর জাবর কাটা। এই নিয়েই চলছে জীবন বেশ।