ইউটিউব চ্যানেল

ইউটিউব নিয়ে এক্সপেরিমেন্ট করছি। এতোদিন তো যখন মন চায়, যা মন চায় আপলোড করছি। এখন একটু নিয়মমতো নিয়মিত আপলোড করে দেখি কি হয়। এই মুহূর্তে আমার সাবস্ক্রাইবার ২৫৬ জন, ভিডিও ৬৫টি। প্রতি বুধবার ৫টার সময় একটা করে ভিডিও আপলোড করবো। সপ্তাহের বাকি দিনগুলিতে ২/৩টা শর্টস। আর এখন থেকে সোশ্যাল মিডিয়াতে ভিডিও’র লিংক শেয়ার করবো না, নিজের ব্লগ ছাড়া।
 
কিছুদিন পর চেক করবো সাবস্ক্রাইবার সংখ্যা আর ভিডিও কতবার ভিউ হয়েছে। গতকাল একটা ভিডিও আপলোড করেছিলাম। এপর্যন্ত ৮ বার ভিউ হয়েছে

ফেসবুক মন্তব্য

রিফাত জামিল ইউসুফজাই

জাতিতে বাঙ্গালী, তবে পূর্ব পূরুষরা নাকি এসেছিলো আফগানিস্তান থেকে - পাঠান ওসমান খানের নেতৃত্বে মোঘলদের বিরুদ্ধে লড়াই করতে। লড়াই এ ওসমান খান নিহত এবং তার বাহিনী পরাজিত ও পর্যূদস্ত হয়ে ছড়িয়ে পড়ে টাঙ্গাইলের ২২ গ্রামে। একসময় কালিহাতি উপজেলার চারাণ গ্রামে থিতু হয় তাদেরই কোন একজন। এখন আমি থাকি বাংলাদেশের রাজধানী ঢাকায়। কোন এককালে শখ ছিলো শর্টওয়েভ রেডিও শোনা। প্রথম বিদেশ ভ্রমণে একমাত্র কাজ ছিলো একটি ডিজিটাল রেডিও কেনা। ১৯৯০ সালে ষ্টকহোমে কেনা সেই ফিলিপস ডি ২৯৩৫ রেডিও এখনও আছে। দিন-রাত রেডিও শুনে রিসেপশন রিপোর্ট পাঠানো আর QSL কার্ড সংগ্রহ করা - নেশার মতো ছিলো সেসময়। আস্তে আস্তে সেই শখ থিতু হয়ে আসে। জায়গা নেয় ছবি তোলা। এখনও শিখছি এবং তুলছি নানা রকম ছবি। কয়েক মাস ধরে শখ হয়েছে ক্র্যাফটিং এর। মূলত গয়না এবং নানা রকম কার্ড তৈরী, সাথে এক-আধটু স্ক্র্যাপবুকিং। সাথে মাঝে মধ্যে ব্লগ লেখা আর জাবর কাটা। এই নিয়েই চলছে জীবন বেশ।