ট্রেজার হান্টার

ট্রেজার হান্টার টাইপের ভিডিও দেখি মাঝে মধ্যে ইউটিউবে। কোন দল হয়তো বিশাল জাহাজ নিয়ে মহাসাগরে চষে বেড়ায় সম্পদের খোঁজে। কেউবা মেটাল ডিটেক্টর নিয়ে জমি তন্ন তন্ন করে খূঁজে। কখনও পায়, কখনও নিরাশ হয়ে ফিরে। আফ্রিকার কোন এক দেশে পরিত্যক্ত খনিতে হীরা বা স্বর্ণের ছিটেফোটা খূঁজে বেড়ায় অনেক তরুণ।
 
আজ এক ভিডিও’তে দেখলাম ঢাকার বুড়িগঙ্গায় নৌকা আর ৫ হাজার টাকা দামের এক চুম্বক নিয়ে এক লোক চষে বেড়াচ্ছে। তার চুম্বকে উঠে আসে প্লাষ্টিক, পলিথিন, কয়েন, তাবিজ এসব। এসব বিক্রি করে তার দৈনিক আয় ৩/৪শ টাকা।
 
ভিডিও লিংক (ফেসবুক)
 

ফেসবুক মন্তব্য

রিফাত জামিল ইউসুফজাই

জাতিতে বাঙ্গালী, তবে পূর্ব পূরুষরা নাকি এসেছিলো আফগানিস্তান থেকে - পাঠান ওসমান খানের নেতৃত্বে মোঘলদের বিরুদ্ধে লড়াই করতে। লড়াই এ ওসমান খান নিহত এবং তার বাহিনী পরাজিত ও পর্যূদস্ত হয়ে ছড়িয়ে পড়ে টাঙ্গাইলের ২২ গ্রামে। একসময় কালিহাতি উপজেলার চারাণ গ্রামে থিতু হয় তাদেরই কোন একজন। এখন আমি থাকি বাংলাদেশের রাজধানী ঢাকায়। কোন এককালে শখ ছিলো শর্টওয়েভ রেডিও শোনা। প্রথম বিদেশ ভ্রমণে একমাত্র কাজ ছিলো একটি ডিজিটাল রেডিও কেনা। ১৯৯০ সালে ষ্টকহোমে কেনা সেই ফিলিপস ডি ২৯৩৫ রেডিও এখনও আছে। দিন-রাত রেডিও শুনে রিসেপশন রিপোর্ট পাঠানো আর QSL কার্ড সংগ্রহ করা - নেশার মতো ছিলো সেসময়। আস্তে আস্তে সেই শখ থিতু হয়ে আসে। জায়গা নেয় ছবি তোলা। এখনও শিখছি এবং তুলছি নানা রকম ছবি। কয়েক মাস ধরে শখ হয়েছে ক্র্যাফটিং এর। মূলত গয়না এবং নানা রকম কার্ড তৈরী, সাথে এক-আধটু স্ক্র্যাপবুকিং। সাথে মাঝে মধ্যে ব্লগ লেখা আর জাবর কাটা। এই নিয়েই চলছে জীবন বেশ।