বিনামূল্যে ভিডিও ক্লিপ

আজকাল অনেকেই ইউটিউব বা ফেসবুক ভিডিও তৈরী করছেন। নিজে ভিডিও তৈরী করার সময়ও ছোট ছোট কিছু ভিডিও ক্লিপ দরকার হতে পারে ফিলার হিসাবে অথবা ভিডিও’র সৌন্দর্য্য বৃদ্ধির জন্য। আর এর জন্য রয়েছে নানা রকম ষ্টক ভিডিও সাইট। পেইড সাইট যেমন আছে, তেমনই আছে ফ্রি সাইট। এই সব ফ্রি ষ্টক ভিডিও সাইট থেকে ভিডিও ডাউনলোড করে আপনি খূব সহজেই ব্যবহার করতে পারেন। তবে ব্যবহারের আগে সাইটের নিয়মগুলি অবশ্যই পড়ে দেখবেন ভাল মতো। এক এক সাইট ভিডিও ব্যবহারের এক এক রকম  অনুমতি দিয়ে থাকে। কোনটি হয়তো ব্যবহারের জন্য কোন ক্রেডিট দিতে হয় না, কোনটি হয়তো ক্রেডিট দিতে হয় কিন্তু বাণিজ্যিক ব্যবহার করা যায় না। সুতরাং নিয়মমতো ভিডিও ডাউনলোড করে ব্যবহার করলে কোন সমস্যা হবে না। আসুন তাহলে এরকম কিছু সাইটের সাথে পরিচিত হই

01. Mazwai 
02. Videezy  
03. Pexels  
04. Videvo 
05. Pixabay  
06. Dareful   
07. Mixlit  
08. Vidsplay 
09. Life of Vids  
10.  Vidlery 
11. Coverr 
12. Splitshire 
13. Distill 

আজ এপর্যন্তই। ভাল থাকুন।

ফেসবুক মন্তব্য

রিফাত জামিল ইউসুফজাই

জাতিতে বাঙ্গালী, তবে পূর্ব পূরুষরা নাকি এসেছিলো আফগানিস্তান থেকে - পাঠান ওসমান খানের নেতৃত্বে মোঘলদের বিরুদ্ধে লড়াই করতে। লড়াই এ ওসমান খান নিহত এবং তার বাহিনী পরাজিত ও পর্যূদস্ত হয়ে ছড়িয়ে পড়ে টাঙ্গাইলের ২২ গ্রামে। একসময় কালিহাতি উপজেলার চারাণ গ্রামে থিতু হয় তাদেরই কোন একজন। এখন আমি থাকি বাংলাদেশের রাজধানী ঢাকায়। কোন এককালে শখ ছিলো শর্টওয়েভ রেডিও শোনা। প্রথম বিদেশ ভ্রমণে একমাত্র কাজ ছিলো একটি ডিজিটাল রেডিও কেনা। ১৯৯০ সালে ষ্টকহোমে কেনা সেই ফিলিপস ডি ২৯৩৫ রেডিও এখনও আছে। দিন-রাত রেডিও শুনে রিসেপশন রিপোর্ট পাঠানো আর QSL কার্ড সংগ্রহ করা - নেশার মতো ছিলো সেসময়। আস্তে আস্তে সেই শখ থিতু হয়ে আসে। জায়গা নেয় ছবি তোলা। এখনও শিখছি এবং তুলছি নানা রকম ছবি। কয়েক মাস ধরে শখ হয়েছে ক্র্যাফটিং এর। মূলত গয়না এবং নানা রকম কার্ড তৈরী, সাথে এক-আধটু স্ক্র্যাপবুকিং। সাথে মাঝে মধ্যে ব্লগ লেখা আর জাবর কাটা। এই নিয়েই চলছে জীবন বেশ।