রিভিউ : ক্র্যাফটিং ম্যাটেরিয়াল সাপ্লায়ার : প্লাওয়ার আর্ট এন্ড ক্র্যাফট ষ্টোর
আপনি যদি একটু ভাল মানের ক্র্যাফটিং প্রোডাক্ট কিনতে চান তবে আপনাকে সাজিয়া আফরিন এবং তার গ্রুপ মে ফ্লাওয়ার আর্ট এন্ড ক্র্যাফট শপে ঢু মারতেই হবে। ইচ্ছে করলে আপনি নিজেও লট হিসেবে এখান থেকে জিনিস কিনে নিজের গ্রুপে বিক্রি করতে পারবেন। সাজিয়া আফরিন অন্যান্য মহিলা উদ্যোক্তাদের যথেষ্ঠই সাহায্য করে থাকেন এব্যাপারে। আমার জানা মতে ফেসবুকের আরো কিছু গ্রুপ তার কাছ থেকে নিয়মিত জিনিস কিনে রিসেল করে থাকে।
শুরুতেই বলেছি তার জিনিসের কোয়ালিটি ভাল। আবার অনেক জিনিস তিনি লট ছাড়া বিক্রি করেন না। আবার কিছু কিছু জিনিস পোষ্ট করা মাত্রই বিক্রি হয়ে যায়। এ কারণে আমি বেশ কয়েকবার ব্যর্থ হয়েছি তার কাছ থেকে জিনিস কিনতে।
কি পাবেন ? ভ্যারাইটিজ আইটেম। প্রথমতঃ বিভিন্ন ধরণের ওয়াসি টেপ, ষ্ট্যাম্প, ষ্ট্যাম্প প্যাড, বিভিন্ন ধরণের বিডস, বিডস কানেক্টর, চার্মস, তুলির সেট, কলম এর সেট, বিভিন্ন ধরণের বাটন, পমপম মেকার, জুয়েলারী তৈরীর বিভিন্ন একসেসরিজ ( জুয়েলারী তৈরীর একটা সুন্দর ষ্টার্টার কিট আছে), মাঝে মধ্যে ক্র্যাফটিং এর নানা বই ও পাওয়া যায়। এছাড়া বিভিন্ন শখের জিনিস এবং রেডিমেড জুয়েলারীও পাবেন।
বেবিটেলস নামে আরেকটি পেজের মাধ্যেমে তিনি বাচ্চাদের বিভিন্ন খেলনা এবং অন্যান্য জিনিসপত্র বিক্র করে থাকেন।
গ্রুপ এড্রেস : মে ফ্লাওয়ার আর্ট এন্ড ক্র্যাফট ষ্টোর
পেজ এড্রেস : মে ফ্লাওয়ার আর্ট এন্ড ক্র্যাফট ষ্টোর
বেবি টেলস এড্রেস : বেবি টেলস
ফেসবুক মন্তব্য