ম্যাক্রো ছবি তোলার ইচ্ছে থাকলেও তেমন একটা তোলা হয় নাই। প্রথম কারণ কোন ম্যাক্রো লেন্স নাই। দ্বিতীয়ত যে পরিমান ধৈর্য়্য লাগে সেটাও নাই। এই ছবিটা ঠিক ম্যাক্রো ছবি বলা চলে না। ১৮-৫৫ মিমি লেন্স দিয়ে তোলা।
এই ছবি তুলেছিলাম ২০১০ সালে, সিদ্বিরগঞ্জে কোন এক বিয়ের দাওয়াতে গিয়ে। তখন ছবি তুলতাম এপারচার প্রায়োরিট মোডে। মাঝে মধ্যে ম্যানুয়াল মোড ট্রাই করতাম। নাইকন ডি৩০০০ এর বড় সমস্যা ছিলো আইএসও বাড়ালে বৃষ্টির মতো নয়েজ চলে আসতো। আবার এক্সপোজার কম করে ছবি তুলে ফটোশপে সেটা বাড়ানোর চেষ্টা করলে একই কাহিনী।
পিঁপড়ার এই একটা ছবিই দেখলাম আছে। এবার ফটোশপে প্রসেস করে টোপাজ ফটো এআই দিয়ে নয়েজ রিমুভ করলাম। ক্ল্যারিটি কমে গেছে মনে হচ্ছে।
Date : November 6, 2010.
Camera : Nikon D3000
Lens : AF-S 18-55mm f/3.5-5.6
Focal Length : 55mm
Aperture : f/11
Shutter Speed : 1/60 sec
ISO : 800
ফেসবুক মন্তব্য