ম্যাক্রো ফটোগ্রাফি

ম্যাক্রো ছবি তোলার ইচ্ছে থাকলেও তেমন একটা তোলা হয় নাই। প্রথম কারণ কোন ম্যাক্রো লেন্স নাই। দ্বিতীয়ত যে পরিমান ধৈর্য়্য লাগে সেটাও নাই। এই ছবিটা ঠিক ম্যাক্রো ছবি বলা চলে না। ১৮-৫৫ মিমি লেন্স দিয়ে তোলা। 
 
এই ছবি তুলেছিলাম ২০১০ সালে, সিদ্বিরগঞ্জে কোন এক বিয়ের দাওয়াতে গিয়ে। তখন ছবি তুলতাম এপারচার প্রায়োরিট মোডে। মাঝে মধ্যে ম্যানুয়াল মোড ট্রাই করতাম। নাইকন ডি৩০০০ এর বড় সমস্যা ছিলো আইএসও বাড়ালে বৃষ্টির মতো নয়েজ চলে আসতো। আবার এক্সপোজার কম করে ছবি তুলে ফটোশপে সেটা বাড়ানোর চেষ্টা করলে একই কাহিনী।
 
পিঁপড়ার এই একটা ছবিই দেখলাম আছে। এবার ফটোশপে প্রসেস করে টোপাজ ফটো এআই দিয়ে নয়েজ রিমুভ করলাম। ক্ল্যারিটি কমে গেছে মনে হচ্ছে।
 
Date : November 6, 2010.
Camera : Nikon D3000
Lens : AF-S 18-55mm f/3.5-5.6
Focal Length : 55mm
Aperture : f/11
Shutter Speed : 1/60 sec
ISO : 800
 

ফেসবুক মন্তব্য

রিফাত জামিল ইউসুফজাই

জাতিতে বাঙ্গালী, তবে পূর্ব পূরুষরা নাকি এসেছিলো আফগানিস্তান থেকে - পাঠান ওসমান খানের নেতৃত্বে মোঘলদের বিরুদ্ধে লড়াই করতে। লড়াই এ ওসমান খান নিহত এবং তার বাহিনী পরাজিত ও পর্যূদস্ত হয়ে ছড়িয়ে পড়ে টাঙ্গাইলের ২২ গ্রামে। একসময় কালিহাতি উপজেলার চারাণ গ্রামে থিতু হয় তাদেরই কোন একজন। এখন আমি থাকি বাংলাদেশের রাজধানী ঢাকায়। কোন এককালে শখ ছিলো শর্টওয়েভ রেডিও শোনা। প্রথম বিদেশ ভ্রমণে একমাত্র কাজ ছিলো একটি ডিজিটাল রেডিও কেনা। ১৯৯০ সালে ষ্টকহোমে কেনা সেই ফিলিপস ডি ২৯৩৫ রেডিও এখনও আছে। দিন-রাত রেডিও শুনে রিসেপশন রিপোর্ট পাঠানো আর QSL কার্ড সংগ্রহ করা - নেশার মতো ছিলো সেসময়। আস্তে আস্তে সেই শখ থিতু হয়ে আসে। জায়গা নেয় ছবি তোলা। এখনও শিখছি এবং তুলছি নানা রকম ছবি। কয়েক মাস ধরে শখ হয়েছে ক্র্যাফটিং এর। মূলত গয়না এবং নানা রকম কার্ড তৈরী, সাথে এক-আধটু স্ক্র্যাপবুকিং। সাথে মাঝে মধ্যে ব্লগ লেখা আর জাবর কাটা। এই নিয়েই চলছে জীবন বেশ।