আসমা

নাম আসমা। বিমানবন্দর রেলওয়ে ষ্টেশনে ফেলে দেয়া প্লাষ্টিকের বোতল সংগ্রহ করে। গতকাল (৪ঠা ফেব্রুয়ারী, ২০২৪) আখেরী মুনাজাতের দিন তার মনটা বেশ ভাল ছিলো। কারণ প্রচুর প্লাষ্টিকের বোতল পাচ্ছিলো। আমি যখন তার ছবি তুলি তখন এক বস্তা পুরো ভরে গেছে, আরেক বস্তাও শেষ হওয়ার পথে। বাকি দিন তো পড়েই আছে।
 
আমাকে ছবি তুলতে দেখে জিজ্ঞেস করেছিলো মানুষের ছবি তুলি কিনা। আমি হেসে তার ছবি তুলে দেখালাম। সে একটু লাজুক হাসি দিলো।
 
Camera : Nikon D7100
Lens : Nikkor AF-P 18-55mm
Aperture : f/16
Shutter Speed : 1/250 sec
ISO : 450

ফেসবুক মন্তব্য

রিফাত জামিল ইউসুফজাই

জাতিতে বাঙ্গালী, তবে পূর্ব পূরুষরা নাকি এসেছিলো আফগানিস্তান থেকে - পাঠান ওসমান খানের নেতৃত্বে মোঘলদের বিরুদ্ধে লড়াই করতে। লড়াই এ ওসমান খান নিহত এবং তার বাহিনী পরাজিত ও পর্যূদস্ত হয়ে ছড়িয়ে পড়ে টাঙ্গাইলের ২২ গ্রামে। একসময় কালিহাতি উপজেলার চারাণ গ্রামে থিতু হয় তাদেরই কোন একজন। এখন আমি থাকি বাংলাদেশের রাজধানী ঢাকায়। কোন এককালে শখ ছিলো শর্টওয়েভ রেডিও শোনা। প্রথম বিদেশ ভ্রমণে একমাত্র কাজ ছিলো একটি ডিজিটাল রেডিও কেনা। ১৯৯০ সালে ষ্টকহোমে কেনা সেই ফিলিপস ডি ২৯৩৫ রেডিও এখনও আছে। দিন-রাত রেডিও শুনে রিসেপশন রিপোর্ট পাঠানো আর QSL কার্ড সংগ্রহ করা - নেশার মতো ছিলো সেসময়। আস্তে আস্তে সেই শখ থিতু হয়ে আসে। জায়গা নেয় ছবি তোলা। এখনও শিখছি এবং তুলছি নানা রকম ছবি। কয়েক মাস ধরে শখ হয়েছে ক্র্যাফটিং এর। মূলত গয়না এবং নানা রকম কার্ড তৈরী, সাথে এক-আধটু স্ক্র্যাপবুকিং। সাথে মাঝে মধ্যে ব্লগ লেখা আর জাবর কাটা। এই নিয়েই চলছে জীবন বেশ।