ফ্ল্যাটের জীবন

পিছনের বিল্ডিং এ কোন এক তলায় এক পিচ্চি আছে। কতটুক পিচ্চি জানি না, কারণ কখনও দেখি নাই। তার সরব উপস্থিতি জানান দেয় যে আছে।
 
কোনদিন সকাল থেকে তার মায়ের গলা শোনা যায় কিছুক্ষণ পর পর ‘এই মনা উঠলা না, বেলা হয়ে যাচ্ছে’, ‘এই মনা উঠ জলদি’, ‘এই তুই উঠলি না এখনও’ ইত্যাদি। এই কাহিনী চলে হয়তো বেলা ১২টা/১টা অবধি। আবার কোন দিন সকাল থেকেই কান্নার আওয়াজ শুনি। থেমে থেমে কান্না। ওর মায়ের গলা শোনা যায় ‘এই মনা কানতেছো কেন’, ‘কি হইছে’, ‘বলো না, কান্না করেতেছো কেন’ ইত্যাদি। সেই কান্নাও হয়তো থামে ১২টা / ১টার পর। বাকি দিন হয়তো সে নানা অপকর্ম করে বেড়ায় আর তার মায়ের চিৎকার শোনা যায়। এই সময় গুলিতে মহিলা হয়তো ফোনে কারো সাথে কথা বলেন। বলা চলে তার মায়ের ফোনে কথা বলার সময়টিই পিচ্চি বেছে নেয় তার নানারকম এডভেঞ্চার এর জন্য।
 
আবার প্রায় দিনই রাত ১১টার পর শুরু হয় তার প্লে টাইম। চিৎকার, চেচামেচি আর হাসি। মাঝে মধ্যে ওর মায়ের গলাও শোনা যায় ‘এই মনা ঘুমাতে আসো’, ‘রাত হয়ে যাচ্ছে’, ‘এখন খেলার সময় নাকি’, ‘সকালে আবার খেলবা’ ইত্যাদি।
 
আমার ঘুম বেশ পাতলা। চেষ্টা করি ১০টার দিকে রাতের খাবার খেয়ে ১১টার মধ্যে শুয়ে পড়তে। কিন্তু দেখা যায় পিচ্চি আর তার মায়ের জন্য অনেক সময় রাত ১২টার সময় জেগে থাকতে হয়। ইদানিং আরেক নতুন উৎপাত শুরু হয়েছে। সেদিন রাত প্রায় আড়াইটার সময় হঠাৎ ঘুম ভেঙ্গে গেলো। কে যেন খ্যা খ্যা করে হাসতেছে আর ইংরেজিতে কথা বলতেছে। কিছুক্ষণ পর বুঝলাম কেউ অনলাইনে গেম খেলতেছে।
 
এইভাবেই চলছে জীবন।

ফেসবুক মন্তব্য

রিফাত জামিল ইউসুফজাই

জাতিতে বাঙ্গালী, তবে পূর্ব পূরুষরা নাকি এসেছিলো আফগানিস্তান থেকে - পাঠান ওসমান খানের নেতৃত্বে মোঘলদের বিরুদ্ধে লড়াই করতে। লড়াই এ ওসমান খান নিহত এবং তার বাহিনী পরাজিত ও পর্যূদস্ত হয়ে ছড়িয়ে পড়ে টাঙ্গাইলের ২২ গ্রামে। একসময় কালিহাতি উপজেলার চারাণ গ্রামে থিতু হয় তাদেরই কোন একজন। এখন আমি থাকি বাংলাদেশের রাজধানী ঢাকায়। কোন এককালে শখ ছিলো শর্টওয়েভ রেডিও শোনা। প্রথম বিদেশ ভ্রমণে একমাত্র কাজ ছিলো একটি ডিজিটাল রেডিও কেনা। ১৯৯০ সালে ষ্টকহোমে কেনা সেই ফিলিপস ডি ২৯৩৫ রেডিও এখনও আছে। দিন-রাত রেডিও শুনে রিসেপশন রিপোর্ট পাঠানো আর QSL কার্ড সংগ্রহ করা - নেশার মতো ছিলো সেসময়। আস্তে আস্তে সেই শখ থিতু হয়ে আসে। জায়গা নেয় ছবি তোলা। এখনও শিখছি এবং তুলছি নানা রকম ছবি। কয়েক মাস ধরে শখ হয়েছে ক্র্যাফটিং এর। মূলত গয়না এবং নানা রকম কার্ড তৈরী, সাথে এক-আধটু স্ক্র্যাপবুকিং। সাথে মাঝে মধ্যে ব্লগ লেখা আর জাবর কাটা। এই নিয়েই চলছে জীবন বেশ।