হালিম এবং চা

বিল দেয়ার সময় ৫০০ টাকা দিলাম বেয়ারার হাতে, ভাংতির দরকার ছিলো। বেয়ারা আমাকে ফেরত দিলো ৩৭৫ টাকা। মানে বিল ১২৫ টাকা। হালিম ১০০ টাকা আর চা ২৫ টাকা। অতঃপর বেয়ারাকে ২০ টাকা টিপস দিয়ে সামনে অপেক্ষমান বিআরটিসির দোতলা বাসে উঠলাম।

বন্ধু চিরকাল

বটমলি হোম নিয়ে এরকম আরো অনেক স্মৃতি। সেই স্মৃতি রোমন্থন করতে করতেই আপন আপাকে মেসেজ পাঠালাম। হিয়ার সাথে যোগাযোগ করতে চাই। মেসেজ পাঠিয়েছিলাম রাতে ঘুমানোর আগে। সকালে একসময় দেথি মেসেজ এর উত্তর চলে এসেছে। কিন্তু যা জানলাম সেটির জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না। আপা জানালেন হিয়া আর নেই।