বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ

৭৫ এর স্মৃতি

আমি পড়ি তখন পঞ্চম শ্রেণীতে। বয়স বছর দশেক। অফিসের কি এক কাজে যেন ঢাকা গিয়েছে। ১৫ তারিখ সকালেই কার কাছে যেন শুনলাম ঢাকায় কিছু একটা হয়েছে। বাসার সবাই তখন আব্বাকে নিয়ে চিন্তিত। আমার যদিও এতসব কিছু বুঝার মতো বয়স হয় নাই, তারপরও আম্মার শুকনো মুখ দেখে কিছুটা ভয় ভয় করছিলো। সেসময় তো মোবাইল ছিলো না, ল্যান্ডফোন ও সবার বাসায় নাই। বাসায় সেসময় রেডিও ও ছিলো না। টিভি একটা ছিলো বটে, কিন্তু ঢাকা টিভি ষ্টেশন ধরতে পারা অসম্ভব একটা ব্যাপার। আর টিভি ষ্টেশন চালুও হতো সন্ধ্যার পর। ময়মনসিংহে তখন ও আলাদা কোন টিভি সম্প্রচার কেন্দ্র হয় নাই।  দৈনিক পত্রিকা আসতো দূপুরের দিকে সুতরাং আমরা সবাই অন্ধকারে।