স্কুলে থাকতে এক ছেলে ছিলো সর্বেসর্বা। প্রাইমারীতে বৃত্তি পেয়েছিলো, জুনিয়র বৃত্তি পরীক্ষাতেও। এরপর আমি অন্য স্কুলে। এসএসসি’র পর পুরাতন স্কুলের এক বন্ধুর সাথে দেখা হলে সেই ছেলের খোঁজ নিলাম। জানলাম সে ছেলে কোন রকমে এসএসসি পাশ করেছে।
পরে এরকম আরো অনেক ছেলের কথা জেনেছি বা শুনেছি বা দেখেছি যারা আগে পড়াশোনায় ব্যাপক ভাল ছিলো, কিন্তু পরে আর সে ধারাবাহিকতা ধরে রাখতে পারে নাই। কোন কারণ ছিলো না। অনেকে হয়তো অসৎসঙ্গে মিশে পড়াশোনায় খারাপ করে, কিন্তু তাদের বেলায় এমন কোন কারণ ছিলো না। আবার অনেকেই ছোটবেলায় পড়াশোনায় তেমন ভাল ছিলো না, কিন্তু পরে দারুণ সব রেজাল্ট করেছে। এসএসসি’তে ফেল করা ছেলে পরে এমবিএ করে ভাল পজিশনে চলে গেছে এমনও দেখেছি।
ফেসবুক মন্তব্য