টর্চলাইট মাঝে মধ্যে দরকার হয়। তবে পকেটে নিয়ে ঘোরা বিরক্তিকর। কয়েকদিন আগে একজনের কাছে শুনলাম ছোট আকারের কিছু লাইট পাওয়া যায়, আলো অনেক বেশী। বড় সূবিধা হলো এটা রিচার্জেবল। দারাজে খোজ করতেই পেয়ে গেলাম। দাম ২৮৮ টাকা। কিন্তু শিপিং ৯৯ টাকা। আমি অর্ডার করলাম ক্যাশ অন ডেলিভারিতে, সেজন্যে আরো ১০ টাকা গুনতে হলো।
আজ ১৭/১৮ দিন পর হাতে পেলাম। আলো দেখেই পুরাই টাশকিতো। ৬ ওয়াটের COB লাইট। তবে কতক্ষণ জ্বলবে সে সম্পর্কে কোন ধারণা নাই। সাইডের অংশটি বটল ওপেনার হিসেবে ব্যবহার করা যায়। পিছনে একটা ষ্ট্যান্ডের মতো আছে। আর আছে একটা শক্তিশালী ম্যাগনেট, যেকোন মেটাল সারফেসে আটকে রাখা যায়। আপাতত চাবির রিং এ ঝুলিয়ে রেখেছি। দরকারে কাজে দিবে।
ফেসবুক মন্তব্য