কোন এককালে রেডিও শুনতাম পাগলের মতো। এখনও শুনি তবে আগের সেই উন্মাদনা আর নাই। আগে যেমন দিন নাই, রাত নাই খেয়ে, না খেয়ে রেডিও’র নব ঘুরাতাম এখন অবশ্য তেমন করি না। সেসময় টিভি ছিলো, এখনও আছে। তবে সথে আরো অনেক কিছু যোগ হয়েছে। যেমন স্যাটেলাইট / ক্যাবল টিভি, ইন্টারনেট / সোশ্যাল মিডিয়া। বস্তুত ইন্টারনেট / সোশ্যাল মিডিয়াই আমাদের যাপিত জীবনের সাথে ওতোপ্রোত ভাবে জড়িয়ে গেছে।
এখন অনলাইনে রেডিও শোনা যায় যখন তখন। আবার এমন সব দেশের রেডিও শুনতে পারি যা বাংলাদেশে বসে রেডিও সেটে শোনা সম্ভব ছিলো না কোন ভাবেই। এই রেডিও গার্ডেন এপে সেদিন সিঙ্গাপুরের CNA938 রেডিও শুনছিলাম। এরকম শত শত রেডিও ষ্টেশন শুনতে পারি এখন। অনেকে বলেন রেডিও সেটে অনুষ্ঠান না শুনলে নাকি ভাল লাগে না। কিন্তু আমার তো মনে হয় অনলাইনে রেডিও শোনার মজা অন্যরকম। পরিস্কার শব্দ, সিগনালের কোন উঠানামা নেই (নেট স্লো হলে অবশ্য থেমে থেমে শোনা যায়) প্রতিটি বাক্য, গান মনে হয় স্থানীয় রেডিও ষ্টেশনই শুনছি।
তবে যারা রেডিও ডিএক্সইং করেন তাদের কথা আলাদা। শত শত মাইল দুরের কোন রেডিও ষ্টেশনের দূর্বল সিগনাল ধরতে পারা নতুন কোন দেশ / মহাদেশ আবিস্কারের মতোই উত্তেজনার। পরে আবার রিসেপশন রিপোর্ট পাঠিয়ে QSL Card পাওয়ার মজা তো আছেই।
CNA938 শুনতে পারবেন এই লিঙ্কে
CNA938 শুনতে পারবেন এই লিঙ্কে
ফেসবুক মন্তব্য