দারাজে জামা-কাপড় কিনে সবচাইতে বেশী ধরা খেতে হয়। হয় সাইজ ঠিক থাকে না, নয়তো ভিন্ন কালার বা ভিন্ন ডিজাইনের কিছু একটা দিয়ে দেয়। এই কাজগুলি করে লোকাল সেলাররা। কয়েকদিন আগের তীব্র গরমের সময় হাফ শার্টের প্রয়োজন অনুভব করছিলাম। এমনিতে বাসায় বা বাইরে টিশার্ট বেশী ব্যবহার করি। সে তুলনায় আমার হাফ শার্টের সংখ্যা খূবই কম।
দারাজে একটা হাফশার্ট আর একটা ফুল শার্ট অর্ডার করেছিলাম। হাফ শার্টের জায়গায় পাঠিয়েছে ফুল শার্ট, কাপড়ও কটনের না। সেটা ফেরত দিয়ে আসলাম হাবে। পরদিন পেলাম ফুল শার্টের ডেলিভারী, XXL সাইজের জায়গায় পাঠিয়েছে L সাইজের শার্ট। ট্যাগে অবশ্য XXL ই ছিলো।
ফেসবুক মন্তব্য