চারিদিকে কেবল অসুস্থতার খবর
১. বুয়েট থেকে পাশ করে কোন এক প্রাইভেট ইউনি’তে লেকচারার হিসেব জয়েন করেছে মেয়েটি। পারিবারিক ভাবে বিয়ে (আকদ) ও হয়েছে সম্প্রতি। হঠাৎ করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হলো। জানা গেলো ওভারিয়ান ক্যান্সারে আক্রান্ত। এপর্যন্ত ৫টি কেমোথেরাপি দেয়া হয়েছে। মেয়ের বাবা বেইলী স্কয়ারে আমাদের প্রতিবেশী ছিলো।
২. স্কুলের বন্ধু। ডায়বেটিস ছিলো। গত নভেম্বরে হঠাৎ করেই সুগার বেড়ে গিয়ে হার্ট এটাক হয়। সাথে সাথেই হাসপাতালে এবং এনজিওগ্রাম। একটি রিং (ষ্টেন্ট) লেগেছে। এখন মোটামুটি ভালই আছে।
৩. প্রবাসী ছেলে সন্তানের পিতা হয়েছে আবার। দেশে তার বাবার ঠান্ডা লেগে খূবই খারাপ অবস্থা। এখন ভেন্টিলেটর ব্যবহার করতে হচ্ছে। কি একটা অবস্থা।
ছোট-খাট ব্যথা / সর্দি-কাশি আমরা খূব সহজেই এড়িয়ে যাই। ডায়বেটিস থাকলে নিয়মিত ওজন / ব্লাড সুগার চেক করা হয় না। অথচ এই সামান্য বিষয়ই যে কালক্রমে মারাত্মক হয়ে উঠতে পারে সেটি কখনই ভাবি না।
ফেসবুক মন্তব্য