গতকাল (জানুয়ারি ৯,২০২৫) বিকালে হাটতে হাটতে গিয়েছিলাম দলিপাড়া / বাউনিয়ার কাছে, রানওয়ের পিছনে। উত্তরার কাছে / ভিতরে যে কয়টি জায়গায় প্রায় নিয়মিত হাটতে যাওয়া হয় তার মধ্যে এই জায়গাটি অন্যতম। কখনও প্লেনের ল্যান্ডিং এবং মানুষজন দেখে ফিরে আসি, কখনও চটপটি / ফুচকা খাই আর ক্যামেরা নিয়ে গেলে ছবি তুলি / ভিডিও করি।
টুকটাক ছবি তোলার ফাঁকে খেয়াল করলাম একজন মোবাইল দিয়ে ভিডিও করছে। কিছুক্ষণ পর আমার কাছে এসে ক্যামেরায় তোলা ছবি দেখতে চাইলেন। দেখালাম, ছবি দেখে জানতে চাইলেন ভিডিও করেন নাই। বললম মোবাইলে করেছি। এরপরের প্রশ্ন ফেসবুক / ইউটিউবে দেন না। বললাম টুকটাক দেই। আমি এবার জিজ্ঞাসা করলাম আপনি ভিডিও করছেন দেখলাম। কি করবেন। তার উত্তর হলো ইউটিউবে আপলোড করবেন। তার ২টা চ্যানেল আছে। এরপর নিজেই অদুরে এক গাড়ি দেখিয়ে বললেন তিনি এই গাড়ি চালান, চাকরি। বস কোথাও গেলে এরকম ছোট ছোট ভিডিও করে আপলোড করেন।
আমাকেও তিনি সাজেশন দিলেন নিয়মিত ফেসবুক ইউটিউবে আপলোড করার। একবার ভাইরাল হলে নাকি টাকা আসা শুরু করবে। তার কথা হলো চাকরি করে আর কয় টাকা আসে। তিনি ও সেই সুদিনের আশায় আছেন যখন তার চ্যানেল গুলো থেকে ভাল আয় করতে পারবেন। ভিডিও করতে গেলে আমার হাত কাঁপে শুনে বললেন ক্যাপকাট ব্যবহার করতে, সেটা দিয়ে কাঁপাকাঁপি ঠিক করা যায়।
ফেসবুক মন্তব্য