ঈদ তো চলেই আসলো। গত কয়েক বছরের মতো এবারও বাসায় কোরবানি দেয়া হচ্ছে অনলাইনে। মানে গরু কেনা হয়েছে অনলাইনে। তারা কোরবাানি দিয়ে মাংস পৌছে দিবে বাসায়।
বাসায় আমরা কেবল ৩ জন। আমিই সবার ছোট। বয়স ৬০ বৎসর। তাই হাটে গিয়ে গরু কেনা, কোরবানি দেয়া, মাংস কাটাকুটি, ভাগাভাগি সবই বেশ পরিশ্রমের। তবে কোরবানি অন্য জায়গায় হলেও সেটি আসতে আসতে মনে হয় বিকাল হয়ে যাবে। তারপর সেগুলি আবার কাটাকুটি, ভাগাভাগি এবং সংরক্ষণ এর ব্যবস্থা করাও কিন্ত কম পরিশ্রমের না।
আপাতত এভাবেই চলছে। চলুক।
ফেসবুক মন্তব্য