বিকালে ঘন্টাখানেক উত্তরার রাস্তায় চক্কর দিয়ে আসলাম। অবস্থা স্বাভাবিক। গাড়ী চলছে, মানুষও বের হয়েছে। দূপুরে খবর শুনেছিলাম বিএনএস সেন্টারের কাছে ছাত্র-অভিভাবক সমাবেশ করেছে। পাশেই আবার ছাত্রলীগ ছিলো। আর সামনে ছিলো পুলিশ-বিডিআর। আমি যখন ঐ এলাকা পার হচ্ছি তখন দেখলাম কিছু পুলিশ আর বিডিআার সদস্য আছেন। সামনে একটা এপিসি রাখা। বাকি সব রাস্তা আবার কর্মচঞ্চল হয়ে উঠছে। এই অবস্থা বিরাজ করুক এই কামনা।
দুই দিন আগে ১১ নাম্বার সেক্টরে ব্যাপক সংঘর্ষ হয়েছিলো।
ফেসবুক মন্তব্য