ছোটবেলায় কার্টুনের সাথে পরিচয় হয়েছিলো দৈনিক পত্রিকার মাধ্যমে। আরেকটু বড় হলে বড় চাচার বাসায় একদিন আবিস্কার করলাম আর্চিস কমিক্স। এগুলো ছিলো আমার দুই চাচাতো ভাই এর। তারা অবশ্য তখন বেশ বড়ই। এগুলো ছিলো তাদের স্কুল জীবনের সংগ্রহ। চাচার বাসায় গেলে এগুলো পড়ার চেষ্টা করতাম।
আরেকটু বড় হয়ে (দশম শ্রেণীতে পড়ার সময়) পরিচয় হলো ‘উন্মাদ’ এর সাথে। নিয়মিতই পড়তাম, যদিও ‘উন্মাদ’ নিয়মিত বের হতো না। সাদা-কালো কমিক্স ম্যাগাজিন। আমার এখনও মনে আছে বিটিভি’র সিক্স মিলিয়ন ডলার ম্যান নিয়ে তাদের এক সংখ্যায় একটা ফিচার করেছিলো। ঘটনা ছিলো সিক্স মিলিয়ন ডলার ম্যান ষ্টিভ অস্টিন ঢাকায় এসে পুংটা বাঙ্গালীর পাল্লায় পড়ে শেষ পর্যন্ত ভাঙ্গারী হিসেবে ধোলাই খালে বিক্রি হয়ে যায়। আমরা বন্ধুরা মিলে সেটা পড়ে ব্যাপক হেসেছিলাম। সব সংখ্যায় মজাদার সব আইটেম থাকতো।অনেকদিন অবশ্য ‘উন্মাদ’ পড়া হয় না। যদিও একুশের বইমেলা’তে সব সময়ই দেখি। পরে কিনবো মনে করে আর কেনা হয় না।
সেদিন ফেসবুকেই হঠাৎ করেই একটা ভিডিও চোখে পড়লো। আহসান হাবিব মোড়ক উন্মোচন করছেন ‘উন্মাদ ভলিউম ১’ এর। তখনই মনে হলো এবার এটা কিনতেই হবে। কমিক্স মেলায় গিয়ে কিনেও আনলাম। উল্টেপাল্টে দেখেছি কেবল, পড়া শুরু করবো খূব তাড়াতাড়ি।
ফেসবুক মন্তব্য