এআই ইমেজ ৩

এআই দিয়ে ইমেজ তৈরী করা বেশ মজার একটি বিষয়। আমি মাঝে মধ্যে এরকরকম ইমেজ তৈরী করি, তবে সে একেবারেই প্রাথমিক স্তরের। আমি এসব ইমেজ সাধারণত আমার ব্লগ পোষ্ট অথবা সোশ্যাল মিডিয়া পোষ্টে ব্যবহার করে থাকি। Prompt গুলি একেবারেই সাধারণ হয়ে থাকে এবং পরবর্তীতে এসব আর রিফাইন করে আরো ভাল ইমেজ তৈরী করা হয় না। 

কিছুদিন আগে ইউটিউব দেখার সময় একটি চ্যানেলের সাজেশন এলো। আমি সেই ভিডিও ধেখে খূবই অবাক এবং মুগ্ধ হয়েছি। ভদ্রলোক বিভিন্নভাবে এআই ব্যবহার করে নানা কাজ করেন। এই বিশেষ ভিডিও ছিলো এআই দিয়ে নানা রকম ইমেজ জেনারেট করা। আমি তার prompt গুলি কপি করে ইমেজ জেনারেট করছি, সেই সাথে prompt গুলি বুঝার চেষ্টা করছি। যদিও একই prompt ব্যবহার করে আমি যে ইমেজ জেনারেট করছি সেটি কিছুটা ভিন্ন হচ্ছে। 

আজ তৈরী করলাম ২য় ইমেজটি। এটি বেশ ভাল হয়েছে। আমি prompt এর কোন কিছুই পরিবর্তন করি নাই। Prompt ছিলো এরকম –

A cinematic book cover in portrait ratio for the novel “Wandercode” by AI2PLAY. A lost, rusty robot stands alone in a vast fantasy landscape, surrounded by misty mountains and twisted ancient trees. Its metal body is worn and damaged, with glowing eyes that reflect a sense of longing. The scene is dramatic, with moody lighting and a hint of magic in the air. The style is cinematic and photo-realistic, blending sci-fi and fantasy in a powerful visual.
 
মকআপ তৈরী
Prompt : mockup that image on an actual book to see how it looks like, the books is on a table, morning light, closeup
 
(Prompt গুলি সংগৃহিত)
 
বুক কাভার
মকআপ
 
 
 
 

ফেসবুক মন্তব্য

রিফাত জামিল ইউসুফজাই

জাতিতে বাঙ্গালী, তবে পূর্ব পূরুষরা নাকি এসেছিলো আফগানিস্তান থেকে - পাঠান ওসমান খানের নেতৃত্বে মোঘলদের বিরুদ্ধে লড়াই করতে। লড়াই এ ওসমান খান নিহত এবং তার বাহিনী পরাজিত ও পর্যূদস্ত হয়ে ছড়িয়ে পড়ে টাঙ্গাইলের ২২ গ্রামে। একসময় কালিহাতি উপজেলার চারাণ গ্রামে থিতু হয় তাদেরই কোন একজন। এখন আমি থাকি বাংলাদেশের রাজধানী ঢাকায়। কোন এককালে শখ ছিলো শর্টওয়েভ রেডিও শোনা। প্রথম বিদেশ ভ্রমণে একমাত্র কাজ ছিলো একটি ডিজিটাল রেডিও কেনা। ১৯৯০ সালে ষ্টকহোমে কেনা সেই ফিলিপস ডি ২৯৩৫ রেডিও এখনও আছে। দিন-রাত রেডিও শুনে রিসেপশন রিপোর্ট পাঠানো আর QSL কার্ড সংগ্রহ করা - নেশার মতো ছিলো সেসময়। আস্তে আস্তে সেই শখ থিতু হয়ে আসে। জায়গা নেয় ছবি তোলা। এখনও শিখছি এবং তুলছি নানা রকম ছবি। কয়েক মাস ধরে শখ হয়েছে ক্র্যাফটিং এর। মূলত গয়না এবং নানা রকম কার্ড তৈরী, সাথে এক-আধটু স্ক্র্যাপবুকিং। সাথে মাঝে মধ্যে ব্লগ লেখা আর জাবর কাটা। এই নিয়েই চলছে জীবন বেশ।