এআই দিয়ে ইমেজ তৈরী করা বেশ মজার একটি বিষয়। আমি মাঝে মধ্যে এরকরকম ইমেজ তৈরী করি, তবে সে একেবারেই প্রাথমিক স্তরের। আমি এসব ইমেজ সাধারণত আমার ব্লগ পোষ্ট অথবা সোশ্যাল মিডিয়া পোষ্টে ব্যবহার করে থাকি। Prompt গুলি একেবারেই সাধারণ হয়ে থাকে এবং পরবর্তীতে এসব আর রিফাইন করে আরো ভাল ইমেজ তৈরী করা হয় না।
কিছুদিন আগে ইউটিউব দেখার সময় একটি চ্যানেলের সাজেশন এলো। আমি সেই ভিডিও ধেখে খূবই অবাক এবং মুগ্ধ হয়েছি। ভদ্রলোক বিভিন্নভাবে এআই ব্যবহার করে নানা কাজ করেন। এই বিশেষ ভিডিও ছিলো এআই দিয়ে নানা রকম ইমেজ জেনারেট করা। আমি তার prompt গুলি কপি করে ইমেজ জেনারেট করছি, সেই সাথে prompt গুলি বুঝার চেষ্টা করছি। যদিও একই prompt ব্যবহার করে আমি যে ইমেজ জেনারেট করছি সেটি কিছুটা ভিন্ন হচ্ছে।
আজ তৈরী করলাম ২য় ইমেজটি। এটি বেশ ভাল হয়েছে। আমি prompt এর কোন কিছুই পরিবর্তন করি নাই। Prompt ছিলো এরকম –
ফেসবুক মন্তব্য