কয়েকদিন ধরে এআই দিয়ে কয়েকটি নিবন্ধ তৈরী করার চেষ্টা করছি। খূব সহজেই কাজটি করা যায়। তবে সমস্যা হলো বাংলায় কাজটি মানে নিবন্ধ তৈরী করা সহজ হলেও ইংরেজীর মতো রিরাইট করা বা গ্রামার চেক করার মতো তেমন কোন টুলস নাই। আবার Plagiarism Check অথবা AI Detection এ অনেক সময় ধরা পড়ে যায় যে এটি এআই দ্বারা লেখা।
সাধারণত নিচের ধাপগুলি অনুসরণ করে নিবন্ধ তৈরী করা যেতে পারে
- যে কোন এআই দিয়ে একটি নিবন্ধ তৈরীর প্রম্পট দেয়া
- তৈরী করা নিবন্ধটি পুনর্লিখন করা
- Plagiarism Check
- AI Detecton
আপাতত এই ওয়ার্কফ্লো ফলো করে কাজ করছি। সমস্যা হলো এই লেখাটি AI Detection ফেল করেছে। মানে বলছে ৯৯% এআইি লিখিত, ১% মনুষ্য লিখিত।
ফেসবুক মন্তব্য