এবারের রোজায় সকালে চা পানের অভ্যাস বাদ দিতে চাচ্ছিলাম। এমনিতে সকালে নাস্তার পর চা পান না করলে সারাদিন মাথা ব্যথা করে। রোজার সময় চা পান করতাম ইফতার করার পর। এবার পুরোপুরি বাদ দিয়েছি। মাঝে মধ্যে মাথা ব্যথা করে ঠিকই, কিন্তু সেটি চা পানের অভাবে নাকি পানি শুণ্যতার কারণে বুঝতেছি না। রোজা শেষ হলে বুঝা যাবে ঘটনা কোন দিকে যায়।
এবার ইচ্ছে ছিলো রোজা রেখে ওজন কমাবো, কিন্তু সেটি আর হচ্ছে কই। এমনিতে তো ভাত খাওয়া প্রায় বাদ দিয়েছিলাম। কেবল শুক্রবার ভাত / খিচুড়ি খাওয়া হতো ২/৩ বেলা। রোজায় সেহরিতে ভাত খাচ্ছি আবার ইফতার করার পর খিচুড়ি / ফ্রাইড রাইস খাওয়া হচ্ছে প্রতিদিন। আবার হাটাচলাও বন্ধ প্রায়। ফলে ওজন বাড়ছে।
রোজায় খরচ মিনিমাম রাখার চেষ্টা করছি।
এই হলো এবারের রোার কাহিনী।
ফেসবুক মন্তব্য