মফস্বলে এক উপজেলা থেকে আরেক উপজেলায় যেতে হলে অনেক সময়ই তিন চাকার বাহনই অন্যতম বাহন। ঘটনা হলো অনেক উপজেলাই জাতীয় মহাসড়কের পাশে এবং মহাসড়কে এসব তিন চাকার বাহন চলাচল আইনতঃ নিষিদ্ধ। বাস্তবতা হলো এইসব এলাকায় বাস সার্ভিস তেমন নাই, বেশীর ভাগই আন্তঃজেলা বাস। তারা এসব খুচরা যাত্রী নিতে আগ্রহী না। লোকাল যেসব বাস জেলার মধ্যেই চলাচল করে তারাও নিজেদের ইচ্ছা মতো যাত্রী তুলে। ফলাফল তিন চাকার বাহন অবাধে এসব মহাসড়কে চলছে এবং যাত্রী সাধারণও উঠছে।
সম্প্রতি ঘাটাইলে কয়েকবার বেড়াতে গিয়ে আশে পাশের উপজেলায় গিয়েছিলাম। প্রথমবার ধনবাড়ী যাওয়ার সময় ঘন্টাখানেক দাড়িয়ে থেকে ধনবাড়ী যাওয়ার বাস পেয়েছিলাম। ফেরার পথে একই রুটের বাস ঘাটাইলের যাত্রী নেয় নাই। বাধ্য হয়ে ইজি বাইক আর মাহিন্দ্রা দিয়ে ভেঙ্গে ভেঙ্গে ঘাটাইলে ফেরত এসেছিলাম।
এরপর গোপালপুর যাওয়ার সময় মাহিন্দ্রা যোগেই গিয়েছি এবং এসেছি। আমি ইচ্ছে করেই ড্রাইভারের ডান পাশে বসেছিলাম।
ফেসবুক মন্তব্য