ওজনের মতিগতি বুঝতেছি না। ১ম রোজায় ওজন ছিলো ৭৬.৪৫ কেজি। আজ সকালে (৪র্থ রোজা) বাথরুম সেরে ওজন মাপলাম – ৭৭.৫ কেজি। ভাবা যায় ! ৩ দিনে ১ কেজি বেড়ে গেছে।
এরপর সকাল ১১টায় ঠা ঠা রোদের মধ্যে হাটতে বের হলাম। ১২:৪৫ এ বাসায় এসে কাপড় পাল্টে ওজন নিলাম। এবার ৭৬.৪ কেজি।
আমার আর কিছু বলার নাই।
ফেসবুক মন্তব্য