নতুন করে আবার চিন্তা ভাবনা করছি। ফেসবুক / ইউটিউবে ভিডিও তৈরী করে নিয়মিত আপলোড করবো নাকি পুরো বিষয়টিই মাথা থেকে বাদ দিয়ে দিবো। ইদানিং মনে হচ্ছে বয়স হচ্ছে, আগের মতো এনার্জি নাই। সেই সাথে মাথাও মনে হয় ঠিকমতো কাজ করে না। চট করে সিদ্ধান্ত নিতে পারি না। ফলে দেখা যায় ভাল কিছু মোমেন্ট হারাতে হয়। এটি কেবল ভিডিও’র জন্য প্রযোজ্য না, ফটোগ্রাফিতেও একই ঘটনা ঘটছে।
মাঝে মধ্যেই মনে হয় ডিজেআই অসমো একশন ক্যামেরা বা গোপ্রো কিনে ফেলি। এগুলো কিনতে গেলে মোটামুটি অর্ধ লক্ষ টাকা খরচ হবে। এরপর ফলাফল কি হবে নিজেও জানি না। আমার কাছে ভিডিও করার একাধিক ক্যামেরা আছে। তারপরও কেন নতুন আরেকটি কিনতে চাই ? কারণ কিছু ফিচার। যেমন – ডিজেআই একশন ক্যামের ষ্টাবিলাইজেশন অনেক ভাল। আর হালকা বলে যেখানে সেখানে নিয়ে ব্যবহার করা যায়। নাইকন জেডএফ ক্যামেরাতেও ষ্টাবিলাইজেশন আছে, তবে ক্যামেরা হাতে নিয়ে হেটে হেটে ভিডিও করতে গেলে সেই ষ্টাবিলাইজেশনে তেমন একটা কাজ হয় না।
আর সবচেয়ে বড় কথা নতুন ক্যামেরা কিনলেই যে দারুণ সব ভিডিও তৈরী হয়ে যাবে, তা তো না। সুতরাং দামী কিছু কেনার আগে আরেকবার চিন্তা করা দরকার।
ভাল থাকুন নিরন্তর।
ফেসবুক মন্তব্য