গতকাল সারাদিন গেলো ডেস্কটপ কম্পিউটার নিয়ে। ২ দিন ধরে স্ক্রিন ব্লিঙ্ক করছিলো, সাথে পিপ পিপ করে সাউন্ড। রিপেয়ার করার চেষ্টা করলাম ২ বার। দ্বিতীয়বারে দেখি বুট করে না। পরে সব খুলে টুলে পরিস্কার করলাম। একই অবস্থা।
শেষে পুরাতন একটা এসএসডি বের করে তাতে উইন্ডোজ ইনষ্টল করলাম। তারপর যে এসএসডি’তে প্রব সেটা কানেক্ট করে দেখি সব কিছু ঠিক আছে। কিছু ফাইল কপি করার ছিলো, কপি করে নিয়ে ফরম্যাট করলাম। এপর্যন্ত সব ঠিকই ছিলো, কিন্তু এটাতে আবার উইন্ডোজ ইনষ্টল করতে গিয়ে আবারও সমস্যা। সব কিছু ঠিকমতোই হলো কিন্তু আপডেট দেয়ার পর পিসি আর বুট করতেছে না।
অবশেষে বুঝিতে পারিলাম সমস্যা আসলে জিপিইউ এ। সেটি খুলিয়া ফেলার পর পিসি কাজ করিতেছে।
আবার নতুন করে…
ফটো ক্রেডিট : Freepik AI (AI Generated Image)
ফেসবুক মন্তব্য