কম্পিউটার

গতকাল সারাদিন গেলো ডেস্কটপ কম্পিউটার নিয়ে। ২ দিন ধরে স্ক্রিন ব্লিঙ্ক করছিলো, সাথে পিপ পিপ করে সাউন্ড। রিপেয়ার করার চেষ্টা করলাম ২ বার। দ্বিতীয়বারে দেখি বুট করে না। পরে সব খুলে টুলে পরিস্কার করলাম। একই অবস্থা।
 
শেষে পুরাতন একটা এসএসডি বের করে তাতে উইন্ডোজ ইনষ্টল করলাম। তারপর যে এসএসডি’তে প্রব সেটা কানেক্ট করে দেখি সব কিছু ঠিক আছে। কিছু ফাইল কপি করার ছিলো, কপি করে নিয়ে ফরম্যাট করলাম। এপর্যন্ত সব ঠিকই ছিলো, কিন্তু এটাতে আবার উইন্ডোজ ইনষ্টল করতে গিয়ে আবারও সমস্যা। সব কিছু ঠিকমতোই হলো কিন্তু আপডেট দেয়ার পর পিসি আর বুট করতেছে না।
 
অবশেষে বুঝিতে পারিলাম সমস্যা আসলে জিপিইউ এ। সেটি খুলিয়া ফেলার পর পিসি কাজ করিতেছে।
 
আবার নতুন করে… 
 
ফটো ক্রেডিট : Freepik AI (AI Generated Image)
 

ফেসবুক মন্তব্য

রিফাত জামিল ইউসুফজাই

জাতিতে বাঙ্গালী, তবে পূর্ব পূরুষরা নাকি এসেছিলো আফগানিস্তান থেকে - পাঠান ওসমান খানের নেতৃত্বে মোঘলদের বিরুদ্ধে লড়াই করতে। লড়াই এ ওসমান খান নিহত এবং তার বাহিনী পরাজিত ও পর্যূদস্ত হয়ে ছড়িয়ে পড়ে টাঙ্গাইলের ২২ গ্রামে। একসময় কালিহাতি উপজেলার চারাণ গ্রামে থিতু হয় তাদেরই কোন একজন। এখন আমি থাকি বাংলাদেশের রাজধানী ঢাকায়। কোন এককালে শখ ছিলো শর্টওয়েভ রেডিও শোনা। প্রথম বিদেশ ভ্রমণে একমাত্র কাজ ছিলো একটি ডিজিটাল রেডিও কেনা। ১৯৯০ সালে ষ্টকহোমে কেনা সেই ফিলিপস ডি ২৯৩৫ রেডিও এখনও আছে। দিন-রাত রেডিও শুনে রিসেপশন রিপোর্ট পাঠানো আর QSL কার্ড সংগ্রহ করা - নেশার মতো ছিলো সেসময়। আস্তে আস্তে সেই শখ থিতু হয়ে আসে। জায়গা নেয় ছবি তোলা। এখনও শিখছি এবং তুলছি নানা রকম ছবি। কয়েক মাস ধরে শখ হয়েছে ক্র্যাফটিং এর। মূলত গয়না এবং নানা রকম কার্ড তৈরী, সাথে এক-আধটু স্ক্র্যাপবুকিং। সাথে মাঝে মধ্যে ব্লগ লেখা আর জাবর কাটা। এই নিয়েই চলছে জীবন বেশ।