৫দিন আগে রাত্রে হঠাৎ করে জ্বর আসলো। জ্বর খূব বেশী না, তবে হালকা শরীর ব্যথা আর গলা খুস খুস করছিলো। আমি রাতে প্যারাসিটামল খেয়ে ঘুমাতে গেলাম। রাতেই যথারীতি ঘাম দিয়ে জ্বর ছাড়লো। একটু চিন্তায় পরলাম, বাসায় দূলাভাই এর করোনা হয়েছে। এদিকে আব্বা-আম্মার শারীরিক অবস্থা ভাল না। করোনা ছড়ালে এদের দূ’জনকে নিয়ে বিপদে পরতে হবে। পরের দুই দিন জ্বর নাই, গলায় খুসখুসে ভাবও নাই। বেশ কিছুদিন আগে আব্বাকে উঠিয়ে বসাতে গিয়ে হাতে টান পরেছিলো। শরীরে ব্যথা বলতে সেই হাত নারানোর সময় ব্যথাটাই লাগছিলো। গত পরশু দিন সন্ধ্যায় মনে হলো জ্বর। থার্মোমিটারে যতবারই দেখলাম ৯৭.৬-৯৮.৪ ডিগ্রির মধ্যেই দেখাচ্ছিলো। অথচ মুখে এবং শরীরে জ্বর হলে যেমন অনুভূতি হয় তার সবই ছিলো। যথারীতি প্যারাসিটামল এবং ঘাম দিয়ে জ্বর ছাড়লো। তবে এই কয়দিনে প্রচুর ঘাম আর প্রস্রাব হলো।
শেষ পর্যন্ত কোভিট -১৯ টেষ্ট করবো বলে ঠিক করলাম। এ এক আলাদা মানসিক যন্ত্রনা – হয়েছে কি হয় নাই। গতকাল স্যাম্পল নিয়ে গেলো সকালে। আজ সকালে রেজাল্ট পেলাম।
নেগেটিভ
(ফেসবুক ষ্ট্যাটাস অক্টোবর ১১, ২০২০)
ফেসবুক মন্তব্য