গিয়েছিলাম সোনারগাঁও এ লোকজ শিল্প ও কারু পণ্য মেলায়। আগামী ১৬ তারিখে শেষ হবে। আমি অবশ্য বড় সরদার বাড়ী এবং পানাম নগর দেখতে যাই নাই। যদিও বড় সরদার বাড়ী এই কমপ্লেক্স এর ভিতরেই ছিলো।
যারা ঢাকা থেকে যেতে চান তারা মওলানা ভাসানী হকি ষ্টেডিয়ামের সামনে থেকে দোয়েল বাসে করে মোগড়াপাড়া যাবেন। সেখান থেকে অটোতে সোনারগাঁও জাদুঘর। দোয়েল বাসে ভাড়া নাবে ৬৫ টাকা আর অটোতে ৩০ টাকা। মেলার টিকেট ৫০ টাকা আর যদি বড় সরদার বাড়ীতে দেখতে চান তবে আরো ১০০ টাকা লাগবে। অটোওয়ালারা অবশ্য চান্সে বেশী টাকা চাইতে পারে। মেলার বিক্রেতারাও একই কাজ করে। জিনিসপত্রের দাম চেয়ে বসে অনেক। দামাদামি করতে হয়।
ফেসবুক মন্তব্য