বাংলাদেশ বেতারের বেশ কিছু অনুষ্ঠানে নিয়মিত কুইজ থাকে। আর এই সব কুইজ বিজয়ীদের রেডিও সেট, টাকা / প্রাইজবন্ড সহ আরো নানা আকর্ষনীয় পুরস্কার দেয়া হয়। কোন কোন অনুষ্ঠানের বিজয়ীদের বেতার ভবনে অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত করা হয়।
আমি গত মাস ছয়েক ধরে বাংলাদেশ বেতারের এই সব কুইজে অংশগ্রহন করছি। এর মধ্যে ৩টি অনুষ্ঠানে বিজয়ী হয়েছি।
জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের ফেসবুক এ বেস্ট কন্ট্রিবিউটর পুরস্কার বিজয়ী
পুরস্কার হিসেবে FEPE FP-1968BT রেডিও সেট পেয়েছি।
সিনেরঙ ১৮৮ তম পর্বের বিজয়ী
পুরস্কার এখনও হাতে পাই নাই
গত ৭ই এপ্রিল তারিখে প্রচারিত ক্রীড়াঙ্গন কুইজ বিজয়ী
এই পুরস্কার ও হাতে পাই নাই
বাংলাদেশ বেতারের এইসব অনুষ্ঠানের কুইজে নিয়মিত অংশ নিয়ে আপনিও বিজয়ী হতে পারেন। তো আর দেরী কেন।
ফেসবুক মন্তব্য