বেশ কয়েক বছর আগে আমার এক ক্যাকটাসে ফুল এসেছিলো। প্রতিদিন সকালে ফুটতো, সন্ধ্যায় বুজে যেতো। এভাবে মনে হয় ৩ দিন ফুটেছিলো। এরপর আর ফুটে নাই। কিছু দুন পর সেই ক্যাকটাসটি মরে যায়, অতিরিক্ত পানির কারণে ভিতরে পঁচে গিয়েছিলো।
অনেকদিন পর আবার অন্য একটি ক্যাকটাসে ফুল আসলো। তবে এবার আর ৩ দিন না, একদিন পরেই ফুলটি ঝড়ে যায়। পরে আবার একই ক্যাকটাসে আরো ২টি ফুল ফুটেছিলো একই দিনে। তবে বিকালের পরে বুজে যায় এবং পরদিন আর ফুটে নাই। এটা থেকে আর কোন ক্যাকটাস (যেগুলোকে বাচ্চা বলা হয়) ও বের হয় নাই এখন পর্যন্ত।
ফেসবুক মন্তব্য