খোকার কথা আগে একবার লিখেছিলাম ব্লগে। সেই খোকার সাথে কথোপকথনের ভিডিও আজ শেয়ার করবো।
সেদিন সদরঘাট লঞ্চ টার্মিনালে পল্টুনের উপর বসে যখন টুকটাক ছবি তুলছিলাম তখন এক ছেলে এগিয়ে এসে জানতে চাইলো কি ভিডিও করছি। ওকে কিছু ছবি দেখালাম। কথা বলতে বলতেই জানলাম ও এখানের লেবার। তবে ওর কথা বলার ধরণ, ড্রেসআপ সব মিলিয়ে কিন্তু লেবার মনে হচ্ছিলো না। দেশের বাড়ী কিশোরগঞ্জ, তবে ঢাকায় আছে জন্ম থেকেই। পড়াশোনা ক্লাস ফোর পর্যন্ত। বাবা নাই, বেশ আগেই মারা গেছেন। তারপর থেকেই এখানে। আগে লঞ্চ থেকে ব্যবহৃত পানির বোতল সংগ্রহ করতো। তারপর সেগুলো ধূয়ে পরিস্কার করে আবার পানি ভরে বিক্রি করতো। এখন লঞ্চের যাত্রীদের মালামাল বহন করে। দিনশেষে যা পায়, তা দিয়েই কোন রকমে চলে।
এখন দেখুন সেই ভিডিও
ফেসবুক মন্তব্য