ইদানিং ঘিবলি ইফেক্ট নিয়ে সবাই বেশ ব্যস্ত। এটি আসলে এনিমে ছায়াছবির একটি ধারা। চ্যাটজিপিট বা অন্য কোন এআই টুল দিয়ে যে কোন ইমেজ’কে এরকম কার্টুন ইফেক্ট দেয়া যায়। চ্যাটজিপিটি দিয়ে কিভাবে এই ঘিবলি ইফেক্ট দিবেন তার প্রক্রিয়া
১। গুগল প্লে স্টোর থেকে ChatGPT নামিয়ে নিন অথবা ব্রাউজারে (পিসি) ChatGPT লিখে সার্চ করেন।
২। ইন্সটল করে ইমেইল দিয়ে একাউন্ট করে নিয়ে লগইন করুন। ব্রাউজারে ওপেন হলে ইনষ্টল করতে হবে না, তবে ইমেইল দিয়ে একাউন্ট করে লগইন করতে হবে
৩। অ্যাপ ওপেন করে নিচে বামের + চিহ্নে ক্লিক করে ছবি সিলেক্ট করে দিন। যেটাকে কার্টুন বানাতে চান।
৪। সাথে লিখে দিন – Ghiblify this, বা Give Ghibli Effect on this image. বা বাংলায় লিখে দিন – ছবিটাতে জিবলি ইফেক্ট দিয়ে দাও।
৫। সময় নিবে একটু, তবে এই অ্যাপ ছবিকে কার্টুন বানিয়ে দেবে। চিন্তা নেই, হয়ে যাবার পর নামিয়ে আপলোড করতে পারবেন ফেসবুকে বা অন্য কোন সোশ্যাল মিডিয়ায়।
অন্য একটা Ai প্ল্যাটফর্মের কথাও বলা হয় (Grok AI), তবে সেটার মানের তুলনায় ChatGPT এর কার্টুন ইফেক্টের মান বেশী ভালো আর ম্যাচিং বেটার।
কৃতজ্ঞতা : মৃধা মোহাম্মদ সাইফুল ইসলাম
ফেসবুক মন্তব্য