ঘিবলি ইফেক্ট

ইদানিং ঘিবলি ইফেক্ট নিয়ে সবাই বেশ ব্যস্ত। এটি আসলে এনিমে ছায়াছবির একটি ধারা। চ্যাটজিপিট বা অন্য কোন এআই টুল দিয়ে যে কোন ইমেজ’কে এরকম কার্টুন ইফেক্ট দেয়া যায়। চ্যাটজিপিটি দিয়ে কিভাবে এই ঘিবলি ইফেক্ট দিবেন তার প্রক্রিয়া

১। গুগল প্লে স্টোর থেকে ChatGPT নামিয়ে নিন অথবা ব্রাউজারে (পিসি) ChatGPT লিখে সার্চ করেন।

২। ইন্সটল করে ইমেইল দিয়ে একাউন্ট করে নিয়ে লগইন করুন। ব্রাউজারে ওপেন হলে ইনষ্টল করতে হবে না, তবে ইমেইল দিয়ে একাউন্ট করে লগইন করতে হবে

৩। অ্যাপ ওপেন করে নিচে বামের + চিহ্নে ক্লিক করে ছবি সিলেক্ট করে দিন। যেটাকে কার্টুন বানাতে চান। 

৪। সাথে লিখে দিন – Ghiblify this, বা Give Ghibli Effect on this image. বা বাংলায় লিখে দিন – ছবিটাতে জিবলি ইফেক্ট দিয়ে দাও। 

৫। সময় নিবে একটু, তবে এই অ্যাপ ছবিকে কার্টুন বানিয়ে দেবে। চিন্তা নেই, হয়ে যাবার পর নামিয়ে আপলোড করতে পারবেন ফেসবুকে বা অন্য কোন সোশ্যাল মিডিয়ায়।

অন্য একটা Ai প্ল্যাটফর্মের কথাও বলা হয় (Grok AI), তবে সেটার মানের তুলনায় ChatGPT এর কার্টুন ইফেক্টের মান বেশী ভালো আর ম্যাচিং বেটার। 

কৃতজ্ঞতা : মৃধা মোহাম্মদ সাইফুল ইসলাম

ফেসবুক মন্তব্য

রিফাত জামিল ইউসুফজাই

জাতিতে বাঙ্গালী, তবে পূর্ব পূরুষরা নাকি এসেছিলো আফগানিস্তান থেকে - পাঠান ওসমান খানের নেতৃত্বে মোঘলদের বিরুদ্ধে লড়াই করতে। লড়াই এ ওসমান খান নিহত এবং তার বাহিনী পরাজিত ও পর্যূদস্ত হয়ে ছড়িয়ে পড়ে টাঙ্গাইলের ২২ গ্রামে। একসময় কালিহাতি উপজেলার চারাণ গ্রামে থিতু হয় তাদেরই কোন একজন। এখন আমি থাকি বাংলাদেশের রাজধানী ঢাকায়। কোন এককালে শখ ছিলো শর্টওয়েভ রেডিও শোনা। প্রথম বিদেশ ভ্রমণে একমাত্র কাজ ছিলো একটি ডিজিটাল রেডিও কেনা। ১৯৯০ সালে ষ্টকহোমে কেনা সেই ফিলিপস ডি ২৯৩৫ রেডিও এখনও আছে। দিন-রাত রেডিও শুনে রিসেপশন রিপোর্ট পাঠানো আর QSL কার্ড সংগ্রহ করা - নেশার মতো ছিলো সেসময়। আস্তে আস্তে সেই শখ থিতু হয়ে আসে। জায়গা নেয় ছবি তোলা। এখনও শিখছি এবং তুলছি নানা রকম ছবি। কয়েক মাস ধরে শখ হয়েছে ক্র্যাফটিং এর। মূলত গয়না এবং নানা রকম কার্ড তৈরী, সাথে এক-আধটু স্ক্র্যাপবুকিং। সাথে মাঝে মধ্যে ব্লগ লেখা আর জাবর কাটা। এই নিয়েই চলছে জীবন বেশ।