১. এক লোক বাস ষ্টপেজের কাছে টেবিল বসিয়ে মোবাইল সিম বিক্রি করছে। সামনে কাগজে লিখে রেখেছে “মাত্র ৫ টাকায় —- সিম”। আমি এটার একটা ছবি তুলতে চাইতেই সে অত্যন্ত কঠিন স্বরে না করে দিলো। আমিও হেসে ধন্যবাদ দিয়ে চলে আসলাম।
২. মোরে ট্রাফিক সিগনালে গাড়ী দাড়িয়ে আছে। আমার হাতে ক্যামেরা দেখে এক মোটর সাইকেল আরোহী ডাক দিয়ে ছবি তুলতে বললেন। আমি ছবি তেলার পর থাম্বস আপ দেখালেন।
৩. মোট্রো ষ্টেশনের ঢোকার মুখে ছবি তুলছি। এক কিশোর হাত ধরে ছবি তুলতে বললো। ছবি তুলে তাকে দেখালাম। তার সাথে থাকা আরেক কিশোর বলে এবার ২০ টাকা দেন। আমি বললাম তোমার বন্ধু আমাকে ডেকে ছবি তুলতে বলছে। আমাকে ২০০ টাকা দাও। আমার কথা শুনে দুজনেই কেটে পড়লো। আমিও হাসতে হাসতে চলে এলাম।
ফেসবুক মন্তব্য