২০১৪ সালের নভেম্বর মাসে চোখের ছানি অপারেশন হয়েছিলো।
১৪ই নভেম্বর তারিখে ফেসবুে একটা ষ্ট্যাটাস পোষ্ট করেছিলাম। সেটা এখানে তুলে দিলাম।
চোখের সার্জারী সাকসেসফুল !!!
এখন অনেক ভাল দেখছি। স্পেশালী কালার। আগে মনে হয় কালারগুলো ঠিকমতো দেখতাম না। অনেকটাই ফ্যাকাশে ছিলো। এখন ওভার স্যাচুরেটেড কালার দেখছি, লাল এখটু বেশী লাল, সবুজ আরো সবুজ এরকম মনে হচ্ছে। বাসার কিছু জিনিসের কালার দেখে নিজেই অবাক হচ্ছি। বাথরুমের দরজা এতোদিন দেখতাম অফ হোয়াইট, এখন দেখি সেটা ঘিয়ে কালারের। লেখা পড়তে একটু সমস্যা হচ্ছে। প্রতিটা জিনিসেরই পাশে একটা হালকা শ্যাডো টাইপ কিছু দেখা যাচ্ছে। বড় জিনিসে যেমন বিল্ডিং, গাড়ী ইত্যাদিতে সমস্যা হচ্ছে না, তবে লেখার সাথে এটা দেখা গেলে একটু প্রব হচ্ছে পড়তে। ডাক্তার অবশ্য বলেছেন এডজাষ্ট হতে কিছুটা সময় লাগবে, তারপরও যেটা থাকবে সেটা চশমা দিয়ে এডজাষ্ট করতে হবে।
এখন অনেক ভাল দেখছি। স্পেশালী কালার। আগে মনে হয় কালারগুলো ঠিকমতো দেখতাম না। অনেকটাই ফ্যাকাশে ছিলো। এখন ওভার স্যাচুরেটেড কালার দেখছি, লাল এখটু বেশী লাল, সবুজ আরো সবুজ এরকম মনে হচ্ছে। বাসার কিছু জিনিসের কালার দেখে নিজেই অবাক হচ্ছি। বাথরুমের দরজা এতোদিন দেখতাম অফ হোয়াইট, এখন দেখি সেটা ঘিয়ে কালারের। লেখা পড়তে একটু সমস্যা হচ্ছে। প্রতিটা জিনিসেরই পাশে একটা হালকা শ্যাডো টাইপ কিছু দেখা যাচ্ছে। বড় জিনিসে যেমন বিল্ডিং, গাড়ী ইত্যাদিতে সমস্যা হচ্ছে না, তবে লেখার সাথে এটা দেখা গেলে একটু প্রব হচ্ছে পড়তে। ডাক্তার অবশ্য বলেছেন এডজাষ্ট হতে কিছুটা সময় লাগবে, তারপরও যেটা থাকবে সেটা চশমা দিয়ে এডজাষ্ট করতে হবে।
সবচেয়ে ভাল উন্নতি টের পাচ্ছি ক্যামেরা হাতে নিলে। গতকাল ক্যামেরা বের করে একটু নাড়াচাড়া করাম। গত ৪ বছরে ক্যামেরার ভিউ ফাইন্ডার দিয়ে তাকালে নিচের দিকে যে সেটিংস দেখা যায় সেগুলো কখনই পড়তে পারি নাই, মাঝে মধ্যে সামান সাদা দাগ-টাগ কিছু একটা দেখতাম। এখন পূরোটাই দেখি। রুল অফ থার্ডস এর যে ছকটা ছিলো সেগুলো দেখতে পারতাম না, ফোকাস পয়েন্ট দেখতাম না। রৌদ্রৌজ্জল দিন ছাড়া এবং সাথে হালকা ব্যাকগ্রাউন্ড থাকলে কালেভদ্রে পয়েন্টার দেখতাম। এখন সবই পরিস্কার দেখতে পাচ্ছি।
ড. নিয়াজ আবদুর রহমান ফলোআপের দিন জানালেন তিনি যা আশা করেছিলেন সার্জারী তার থেকেও অনেক বেশী ভাল হয়েছে। আমার নিজের অভিজ্ঞতাও তাই বলছে।
তবে ঘটনা হলো, অন্য চোখের আর ছানি অপারেশন করি নাই। এভাবেই চলছে।
ফটো ক্রেডিট : চ্যাটজিপিটি
ফেসবুক মন্তব্য