জমিদার বাড়ী
ধনবাড়ী, টাঙ্গাইল
ভিতরে ঢোকার পর বাইরে থেকেই সব স্থাপনা দেখতে হয়। ২/৩টা রুম দর্শনার্থীদের দেখার জন্য খোলা রাখা যেতো। কিছু রুমে নাকি রাত্রী যাপন করা যায়। কিন্তু কেউ ই রুম ট্যারিফ বা রুম গুলো কেমন সে ব্যাপারে কিছু বলতে পারলো না। তাদের একটাই কথা ঢাকায় যোগাযোগ করতে হবে। টিকেটের গায়ে ঠিকানা / ফোন নাম্বার দেয়া ছিলো। তবে রিসোর্ট হিসেবে তেমন আকর্ষণীয় কিছু মনে হয় নাই। বিশাল একটি পুকুর আছে, বাগানও আছে। তবে অফ সিজন বলে তেমন ফুল ছিলো না। ভিতরে রোমিও-জুলিয়েটদের দেখা গেলো। আমি থাকা অবস্থায় গোটা দূ’য়েক পরিবারও দেখলাম।
টিকেট জনপ্রতি ১০০ টাকা।
ফেসবুক মন্তব্য