সদ্য এসএসসি পরীক্ষা দিয়েছি। এখানে-ওখানে ঘুরে বেড়াই আর আড্ডা দেই। সেদিন সকালে ঘুম থেকে উঠে, নাশতা করে বের হয়েছি ঘুরতে। কেমন যেন গুমট একটা ভাব। সকালে পত্রিকা পড়া হয় নাই। লোকজন কেমন যেন ফিসফাস করে কথা বলছে।
আমি হাটতে হাটতে চলে গেলাম নয়াপল্টনে রকিবদের বাসায়। কিন্তু রকিব বাসায় ছিলো না। আমি আবার রাস্তায়। সামনেই বিএনপি’র অফিস। সেখানে কিছু লোকজন আসছে যাচ্ছে। হঠাৎ দেখলাম এক রিকশা ঘিরে কিছু লোক জটলা করছে। আমি সেটার সামনে গিয়ে দেখি এক তরুন রিকশার গদির নিচে কিছু একটা রাখছে। আলাপে বুঝলাম পিস্তল বা এ জাতীয় কোন কিছু। এখানে থাকা উচিত হচ্ছে না ভেবে যেই ঘুরেছি, তখনই দেখি রকিব।
রকিব আমাকে দেখেই বললো খবর শুনো নাই? কি খবর? জিয়া’কে তো মেরে ফেলেছে চিটাগাং এ। তাই নাকি !
রকিবই তাড়া দিলো আমাকে বাসায় চলে যাওয়ার জন্য। বললো অবস্থা ভাল মনে হচ্ছে না। আমিও তাকে রিকশার কথা বললাম। শুনে বললো বিএনপি’র অফিসে অস্ত্র নিয়ে অনেকেই ঢুকছে-বের হচ্ছে। আমি বাসার দিকে রওনা দিলাম।
সেদিন ছিলো ৩০শে মে, ১৯৮১ সাল।
ছবি : ইন্টারনেট থেকে সংগৃহিত
ফেসবুক মন্তব্য