সেদিন হঠাৎ করেই সকাল বেলা দেখি আমার সাইটে কেবল সাদা একটি খালি পেজ দেখাচ্ছে। নানা ভাবে মোবাইল আর ট্যাবে পরীক্ষা করলাম। ফলাফল একই। শেষ পর্যন্ত কম্বলের আরামদায়ক উষ্ণতা ছেড়ে উঠে ডেস্কটপ পিসি অন করলাম। সেখানেও একই অবস্থা। আর সাইটে লগইন ও করতে পারছিলাম না। পরে সিপ্যনেলে গিয়ে চেক করলাম, দেখে মনে হলো একই রকম আছে সবকিছু। তাহলে স্ক্রিণ সাদা দেখাচ্ছে কেন !?! সার্ভারের তেমন কোন কিছুই জানি না। তাই দেরী না করে হোষ্টিং কোম্পানি’তে একটা সাপোর্ট টিকেট খুললাম।
তারা দ্রুতই জবাব দিলো। কিছুক্ষণ পরেই দেখা গেলো আমার সাইট আবার দেখা যাচ্ছে। যাই হোক। আমি আবার কিছু পরিবর্ধন, পরিমার্জনের কাজ করতে গিয়ে আবার কিছু গন্ডগোল করে ফেললাম। মূল পেজে যেভাবে সাজানো ছিলো, সেভাবে আর থাকলো না। বেশ কয়েকবার চেষ্টা করে রণে ভঙ্গ দিলাম।
আজ দুপুরের পর থেকে সেটা নিয়েই আবার বসলাম। এবার অবশ্য সহজেই সমাধান হয়ে গেলো।


ফেসবুক মন্তব্য